খুলল হাওড়া জুট

প্রায় ১১ মাস বন্ধ থাকার পরে বুধবার খুলল হাওড়া জুট মিল। গত বছর সেপ্টেম্বরে ব্যবসায় ক্ষতির কারণ দেখিয়ে মিলটি বন্ধ করেন কর্তৃপক্ষ। কর্মহীন হয়ে পড়েন ৪ হাজার শ্রমিক।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ অগস্ট ২০১৬ ০১:২২
Share:

প্রায় ১১ মাস বন্ধ থাকার পরে বুধবার খুলল হাওড়া জুট মিল। গত বছর সেপ্টেম্বরে ব্যবসায় ক্ষতির কারণ দেখিয়ে মিলটি বন্ধ করেন কর্তৃপক্ষ। কর্মহীন হয়ে পড়েন ৪ হাজার শ্রমিক। চটকলটি খোলার জন্য রাজ্যের সমবায়মন্ত্রী তথা এলাকার বিধায়ক অরূপ রায়ের কাছে আবেদন জানান তাঁরা। অরূপবাবু বিষয়টি নিয়ে মিল কর্তৃপক্ষ ও শ্রমিক সংগঠনের সঙ্গে বৈঠক করেন। বৈঠক হয় শ্রমমন্ত্রী মলয় ঘটকের সঙ্গেও। এর মধ্যে কাঁচা পাটের দামও পড়ে যায়। কার্যত এর পরেই কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেন মিল খোলার। এ দিন অরূপবাবু বলেন, ‘‘পুজোর আগে মিলটি খোলায় শ্রমিকরা খুশি।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement