চটকলে ধর্মঘট 

রাজ্যের চটকলগুলিতে ১ মার্চ থেকে লাগাতার ধর্মঘটে নামতে চলেছে এই শিল্পের সঙ্গে জড়িত ২১টি শ্রমিক সংগঠন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা 

কলকাতা শেষ আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০১৯ ০১:৪১
Share:

—প্রতীকী ছবি।

রাজ্যের চটকলগুলিতে ১ মার্চ থেকে লাগাতার ধর্মঘটে নামতে চলেছে এই শিল্পের সঙ্গে জড়িত ২১টি শ্রমিক সংগঠন। সোমবার তাদের রাজ্য কনভেনশনে ধর্মঘটের প্রস্তাব গৃহীত হয়েছে। তাদের অভিযোগ, শ্রমিকদের বিভিন্ন দাবি নিয়ে শ্রমিক, মালিক ও সরকারের মধ্যে যে ত্রিপাক্ষিক চুক্তি হয় সে ব্যাপারে শ্রম দফতর দীর্ঘদিন ধরেই উদ্যোগী হচ্ছে না। সিটু সমর্থিত বেঙ্গল চটকল মজদুর ইউনিয়নের সাধারণ সম্পাদক অনাদি সাহুর বক্তব্য, ‘‘শ্রমিকদের ন্যূনতম ১৮ হাজার টাকা মজুরি-সহ একগুচ্ছ দাবি পেশ করা হয়েছিল। কিন্তু কবে চুক্তি হবে সে ব্যাপারে ইউনিয়নগুলি অন্ধকারে।’’ আইএনটিইউসি সমর্থিত ন্যাশনাল ইউনিয়ন অব জুট ওয়ার্কার্সের সাধারণ সম্পাদক গণেশ সরকারও একই অভিযোগ করেছেন।
এ বিষয়ে প্রতিক্রিয়া জানার জন্য ফোন করলেও শ্রমমন্ত্রী মলয় ঘটকের সঙ্গে যোগাযোগ করা যায়নি। চটকল মালিকদের একাংশ জানিয়েছেন, সংগঠনগুলির ধর্মঘটের সিদ্ধান্তের কথা তাঁরা শুনেছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন