মিত্তলের সংস্থা, সেল হাত মেলাতে পারে শীঘ্রই

প্রতিরক্ষা সরঞ্জাম ও উপগ্রহ তৈরিতেও তা কাজে লাগানো যাবে। সংশ্লিষ্ট সূত্রের খবর, এই প্রস্তাব বাস্তবায়িত করতে মধ্যস্থের ভূমিকা নিচ্ছে নীতি আয়োগ।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ০৭ অগস্ট ২০১৭ ০৯:৩০
Share:

ছবি: সংগৃহীত

আগামী দু’মাসের মধ্যে যৌথ উদ্যোগ গড়তে চুক্তি সই করতে পারে আর্সেলরমিত্তল ও সেল। সে ক্ষেত্রে দেশের বৃহত্তম ইস্পাত সংস্থা রাষ্ট্রায়ত্ত সেলের সঙ্গে হাত মেলাবে বিশ্বের সবচেয়ে বড় ইস্পাত উৎপাদক আর্সেলরমিত্তল। সরকারি সূত্রের ইঙ্গিত, অনাবাসী ভারতীয় শিল্পপতি লক্ষ্মী মিত্তলের সংস্থার সঙ্গে এই যৌথ উদ্যোগ গড়া হলে লগ্নির অঙ্ক দাঁড়াবে ৫ হাজার কোটি টাকা। তৈরি হওয়ার কথা প্রধানত গাড়ি তৈরির উপযোগী ইস্পাত। প্রতিরক্ষা সরঞ্জাম ও উপগ্রহ তৈরিতেও তা কাজে লাগানো যাবে। সংশ্লিষ্ট সূত্রের খবর, এই প্রস্তাব বাস্তবায়িত করতে মধ্যস্থের ভূমিকা নিচ্ছে নীতি আয়োগ।

Advertisement

ওই সূত্রের দাবি, প্রায় এক মাস আগে ডাকা এক বৈঠকে দু’পক্ষকে যৌথ উদ্যোগ গড়ার ব্যাপারে এগোতে বলেছিল নীতি আয়োগ। তবে কাঁচা মালের দাম স্থির করা ইত্যাদি বিষয়ে দুই সংস্থার কিছুটা মতানৈক্য ছিল বলে সংশ্লিষ্ট অফিসার জানান। এর আগে ২০১৫ সালের মে মাসে ইস্পাত কারখানা গড়ার বিষয় খতিয়ে দেখতে সেল ও আর্সেলরমিত্তল সমঝোতা-পত্রে সই করে। সরকার একটি গাড়ি উৎপাদন কেন্দ্রের পাশে প্রস্তাবিত কারখানাটি গড়ার কথা বলেছিল। দু’টি সংস্থার প্রতিনিধিদের নিয়ে গড়া টাস্ক ফোর্স প্রকল্পটি কতটা লাভজনক হবে তা নিয়ে সমীক্ষাও চালাচ্ছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন