শেয়ার ছেড়ে ৫৪৩ কোটি চায় খাদিম

বাজারে শেয়ার ছাড়তে চলেছে খাদিম ইন্ডিয়া। ইস্যু খুলবে ২ নভেম্বর। বন্ধ হবে ৬ নভেম্বর। প্রতিটি শেয়ারের মূল্য-বন্ধনী ঠিক হয়েছে ৭৪৫-৭৫০ টাকা। সংস্থার সিএমডি সিদ্ধার্থ রায় বর্মন জানান, বাজারে শেয়ার ছেড়ে ৫৪৩ কোটি টাকা তোলাই লক্ষ্য।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৮ অক্টোবর ২০১৭ ০২:৫০
Share:

বাজারে শেয়ার ছাড়তে চলেছে খাদিম ইন্ডিয়া। ইস্যু খুলবে ২ নভেম্বর। বন্ধ হবে ৬ নভেম্বর। প্রতিটি শেয়ারের মূল্য-বন্ধনী ঠিক হয়েছে ৭৪৫-৭৫০ টাকা। সংস্থার সিএমডি সিদ্ধার্থ রায় বর্মন জানান, বাজারে শেয়ার ছেড়ে ৫৪৩ কোটি টাকা তোলাই লক্ষ্য।

Advertisement

মোট যত শেয়ার ছাড়া হবে তার মধ্যে আছে, খাদিমে প্রাইভেট ইকুইটি শেয়ারহোল্ডার ফেয়ারউইন্ডের হাতে থাকা ৩৪% ও প্রোমোটারদের ৩% শেয়ার। বেচা হবে ৫০ কোটি টাকার নতুন শেয়ারও। সিদ্ধার্থবাবু শুক্রবার বলেন, ‘‘শেয়ার ছাড়ার পরে প্রোমোটারদের থাকবে ৬০% শেয়ার। বাকি ৪০ শতাংশের মালিক হবেন সাধারণ লগ্নিকারীরা।’’ নতুন শেয়ার বেচে পাওয়া ৫০ কোটি টাকাই শুধু সংস্থার ঘরে আসবে। বাকিটা যাবে শেয়ারহোল্ডারদের কাছে। সিদ্ধার্থবাবু জানান, ওই ৫০ কোটি থেকে ৪০ কোটির ব্যাঙ্কঋণ শোধ করা হবে। বাকিটা যাবে কার্যকরী মূলধন খাতে।

এ দিন খাদিম-কর্তার দাবি, জিএসটি জমানায় ব্র্যান্ড-নামযুক্ত জুতোরই চাহিদা বাড়বে। তিনি বলেন, ‘‘এখন অসংগঠিত ক্ষেত্রে ব্যবসা করায় যে-সব সমস্যা দেখা দিচ্ছে, তাতে তাদের প্রতিযোগিতায় টিকে থাকতে নিজেদের সংগঠিত ক্ষেত্রে বদলাতে হবে। ব্র্যান্ড-নামযুক্ত জুতো আনাও জরুরি।’’

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন