ফাইল চিত্র
দেশ জুড়ে নোট সঙ্কট। একশো টাকার নোট হাতে পাওয়া মানে যেন লটারিতে টাকা পাওয়া। ৮ নভেম্বর পাঁচশো, হাজারের নোট বাতিল হতেই শুরু হয়ে যায় খুচরোর চাহিদা। সময় যতই গড়ায় সাধারণের দুর্ভোগও চরমে উঠতে থাকে। কেন্দ্রের নোট বাতিল ঘোষণা পর প্রতিক্রিয়া দেখা দিয়েছে সোশ্যাল মিডিয়াতেও। কিন্তু জানেন কি, ৫০০, ১০০০ কিংবা ১০০ টাকার নোট বানাতে রিজার্ভ ব্যাঙ্কের কত খরচ হয়। এই নোটগুলোর আসল মূল্য জানলে সত্যিই অবাক হবেন।
আরও পড়ুন- কাল থেকে ব্যাঙ্কে নোট বদল দু’হাজারের বেশি নয়