শহরে চার আধার কেন্দ্র, পরিষেবা বিএসএনএলেও

ইউআইডিএআই সূত্রের দাবি, বহু ব্যাঙ্ক ও ডাকঘরে আধার কেন্দ্র চালু হলেও, মূলত শহরাঞ্চলে তা অপ্রতুল।

Advertisement

চন্দ্রপ্রভ ভট্টাচার্য  দেবপ্রিয় সেনগুপ্ত 

শেষ আপডেট: ১৫ জুলাই ২০১৯ ০৪:১৬
Share:

প্রতীকী চিত্র।

আধার নম্বরের নথিভুক্তি বা সেই সংক্রান্ত তথ্য সংশোধনের জন্য মেট্রো-সহ ৫৩টি শহরে আধার সেবা কেন্দ্র চালুর কথা গত বছরই বলেছিলেন আধার কর্তৃপক্ষ (ইউআইডিএআই)। কর্তৃপক্ষ সূত্রের দাবি, চারটি হবে কলকাতায়। দু’টি চালু হবে শীঘ্রই।

Advertisement

রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা বিএসএনএল-ও তাদের গ্রাহক পরিষেবা কেন্দ্রে (সিএসসি) আধার নথিভুক্তি ও সংশোধন কেন্দ্র খোলার কথা বলেছিল। সংস্থার রাজ্য সার্কলের জিএম (মার্কেটিং) এম সি প্রামাণিক জানান, বৃহস্পতিবার শিলিগুড়িতে প্রথমটি খুলছে। সংস্থা সূত্রের খবর, পুজোর আগে কলকাতা-সহ রাজ্যের সব সিএসসিতেই পরিষেবা চালু হবে।

ইউআইডিএআই সূত্রের দাবি, বহু ব্যাঙ্ক ও ডাকঘরে আধার কেন্দ্র চালু হলেও, মূলত শহরাঞ্চলে তা অপ্রতুল। একটি-দু’টি কাউন্টার থাকায় দিনে কয়েকশোর বেশি মানুষ পরিষেবা পান না। আধার সেবা কেন্দ্রে বেশি কাউন্টার থাকায় সেই সমস্যা মিটবে। মিলবে সরাসরি ই-আধার পাওয়ার মতো বাড়তি সুবিধাও।

Advertisement

পরিষেবা দিতে

পাসপোর্ট সেবা কেন্দ্রের আদলে চালু হবে আধারের কেন্দ্রগুলি।

পশ্চিমবঙ্গে

কলকাতা ও সংলগ্ন এলাকায় চারটি।

দু’টি চূড়ান্ত — বিবাদী বাগ, সল্টলেক- সেক্টর ফাইভ। চালু চলতি বা পরের মাসে।

দক্ষিণ ও মধ্য কলকাতায় আরও দু’টি। চূড়ান্ত হয়নি জায়গা বাছাই।

দেশে

৫৩টি শহরে প্রায় ১১৪টি সেবা কেন্দ্র চালুর কথা।

• চালু হবে প্রধানত দেশের বিভিন্ন মেট্রো শহর এবং রাজ্যের রাজধানীতে (যেমন পূর্বাঞ্চলে কলকাতা, রাঁচি, পটনা, ভুবনেশ্বর ইত্যাদি)

সুবিধা

বৃহত্তর পরিকাঠামো।

দৈনিক ১,০০০ মানুষ পরিষেবা পাবেন।

অন্তত ১০টি করে কাউন্টার।

বায়োমেট্রিক তথ্যের মাধ্যমে মিলবে ই-আধার।

আধার তৈরি না হলে তার কারণও জানানো হবে।

আগামী দিনে অনলাইনে আগাম অ্যাপয়েন্টমেন্ট।

আধার কেন্দ্র বিএসএনএলেও (সিএসসি)

ক্যালকাটা টেলিফোন্সের ৩৭টিতে।

ওয়েস্ট বেঙ্গল সার্কলের ৮২টিতে।

শিলিগুড়িতে প্রথম।

কলকাতায়ও এ মাসে অন্তত একটি।

রাজ্য প্রশাসনের একাংশের দাবি, এখন বেশির ভাগের আধার নথিভুক্তিকরণ হয়ে গেলেও, প্রক্রিয়াটি ধারাবাহিক। ফলে কলকাতায় চারটি স্থায়ী আধার সেবা কেন্দ্র চালু হলে মানুষকে হয়রান হতে হবে না।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন