Policy Revival of LIC

লেট ফি-তে ৩০ শতাংশ পর্যন্ত ছাড়! বাতিল বিমা ফের চালু করা নিয়ে পুজোর মুখে সুখবর শোনাল এসআইসি

পুজোর মুখে বাতিল হয়ে যাওয়া বিমা ফের চালু করার সুযোগ দিচ্ছে লাইফ ইনসিয়োর‌্যান্স কর্পোরেশন অফ ইন্ডিয়া বা এলআইসি। ১৭ অক্টোবর পর্যন্ত এই সুযোগ পাবেন গ্রাহক। লেট ফি-তে মিলবে ৩০ শতাংশ পর্যন্ত ছাড়।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৩ অগস্ট ২০২৫ ১৩:৫১
Share:

পুজোর মুখে জীবন বিমা গ্রাহকদের জন্য সুখবর। বাতিল (ল্যাপস্‌ড) হয়ে যাওয়া বিমা পুনরুজ্জীবনের সুযোগ পাবেন তাঁরা। শুধু তা-ই নয়, লেট ফি-তে ৩০ শতাংশ পর্যন্ত ছাড়ের ঘোষণা করেছে এলআইসি (লাইফ ইনসিয়োর‌্যান্স কর্পোরেশন অফ ইন্ডিয়া)। এই মর্মে জারি হয়েছে বিজ্ঞপ্তি। চলতি বছরের ১৭ অক্টোবর পর্যন্ত এই সুবিধা পাবেন রাষ্ট্রায়ত্ত সংস্থাটির সমস্ত বিমা গ্রাহক।

Advertisement

চলতি বছরের ১৮ অগস্ট বাতিল বিমা পুনরুজ্জীবনের জন্য দেশব্যাপী বিশেষ অভিযানের সূচনা করে এলআইসি। একমাস ব্যাপী এই কর্মসূচিতে কয়েক হাজার গ্রাহক বাতিল বিমা পুনরায় চালু করবেন বলে আশাবাদী এই রাষ্ট্রায়ত্ত সংস্থা। উল্লেখ্য, সংশ্লিষ্ট ব্যক্তির বিমার প্রিমিয়াম বা কিস্তির উপর লেট ফি-তে ছাড়ের পরিমাণ নির্ভর করবে। এতে সর্বোচ্চ পাঁচ হাজার টাকা পর্যন্ত ছাড় মিলবে বলে জানা গিয়েছে।

এ ছাড়া অতি ক্ষুদ্র বিমাগুলির (মাইক্রো পলিসি) পুনরুজ্জীবনের ক্ষেত্রে লেট ফি-তে ১০০ শতাংশ ছাড় দেবে এলআইসি। নিয়ম অনুযায়ী, গ্রাহক নির্ধারিত সময়ের মধ্যে কিস্তি বা প্রিমিয়ামের টাকা জমা না করলে ওই বিমাকে বাতিল বা ল্যাপস্‌ড বলে ঘোষণা করে সংশ্লিষ্ট রাষ্ট্রায়ত্ত সংস্থা। তবে এ ক্ষেত্রে কিছুটা বর্ধিত সময় পেয়ে থাকেন গ্রাহক, যা সাধারণত ১৫ থেকে ৩০ দিনের হয়ে থাকে। একে বলে গ্রেস পিরিয়ড।

Advertisement

এলআইসির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তাদের নিয়োগ করা এজেন্টের মাধ্যমে বা কোনও শাখায় গিয়ে গ্রাহক বাতিল বিমা পুনরুজ্জীবিত করতে পারবেন। প্রথম অপ্রদত্ত প্রিমিয়ামের তারিখ থেকে পাঁচ বছরের মধ্যে বাতিল বিমা পুনরুজ্জীবিত করা যাবে। যে সব বিমার বেশ কিছু কিস্তি বাকি রয়েছে এবং মেয়াদ উত্তীর্ণ হয়নি, কেবলমাত্র সেগুলির ক্ষেত্রেই এই নিয়ম প্রযোজ্য হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement