দাম বাড়ছে এলপিজির

দিল্লিতে রান্নার গ্যাসের দাম বাড়ছে ৩২ টাকা। তবে সংশ্লিষ্ট মহলের দাবি, সিলিন্ডারের মূল দাম কমায় যতটা দাম বাড়ার আশঙ্কা ছিল, তা হয়নি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৫ জুলাই ২০১৭ ০২:৪০
Share:

ফাইল চিত্র।

জিএসটি-র জেরে পশ্চিমবঙ্গ-সহ বেশ কিছু রাজ্যে বাড়ছে রান্নার গ্যাসের দাম।

Advertisement

ইন্ডিয়ান অয়েল জানিয়েছে, জুনের চেয়ে জুলাইয়ে কলকাতায় ইন্ডেন-এর গৃহস্থালির গ্যাস সিলিন্ডারের দাম বেড়েছে ১৩.৫০ টাকা, বাণিজ্যিক সিলিন্ডার ৫ টাকা। দিল্লিতে রান্নার গ্যাসের দাম বাড়ছে ৩২ টাকা। তবে সংশ্লিষ্ট মহলের দাবি, সিলিন্ডারের মূল দাম কমায় যতটা দাম বাড়ার আশঙ্কা ছিল, তা হয়নি।

মঙ্গলবার এ প্রসঙ্গে নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মক্তব্য, জিএসটি ‘হযবরল’ হয়ে গিয়েছে। অনেক কিছুর দাম বাড়ায় সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

Advertisement

ইন্ডিয়ান অয়েল সূত্রের খবর, এ মাসে কলকাতায় তাদের গ্যাস সিলিন্ডারের দাম ৫৭০.৫০ টাকা থেকে বেড়ে হচ্ছে ৫৮৪ টাকা। আগে অন্যত্র ভ্যাট (১ থেকে ৫%) থাকলেও পশ্চিমবঙ্গ, হরিয়ানা, উত্তরপ্রদেশে ছিল না। কিন্তু জিএসটি-তে সর্বত্রই ৫% কর চাপছে। বাণিজ্যিক সিলিন্ডারে কর ৫% থেকে বেড়ে হচ্ছে ১৮%।

কংগ্রেস মুখপাত্র অজয় মাকেন কর প্রত্যাহারের দাবি করেন। এ রাজ্যে ইন্ডেন ডিলার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট বিজনবিহারী বিশ্বাস জানান, ১৮% পরিষেবা কর বসেছে প্রথম সংযোগ নেওয়া বা রক্ষণাবেক্ষণের মতো পরিষেবার উপরেও।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন