India Vs South Africa 2025

লাল বলে হারের বদলা সাদা বলে! রো-কো যুগলবন্দিতে ‘ফাইনাল’ জয় গম্ভীরের ভারতের, যশস্বীর শতরানে শেষ ম্যাচে জয় ৯ উইকেটে

টেস্ট সিরিজ়ে চুনকাম হলেও এক দিনের সিরিজ়ে শেষ হাসি হাসলেন গৌতম গম্ভীর। বিশাখাপত্তনমে তৃতীয় ম্যাচ জিতে এক দিনের সিরিজ় নিজেদের নামে করল ভারত।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৬ ডিসেম্বর ২০২৫ ২০:৪১
Share:

রোহিত শর্মা (বাঁ দিকে) এবং বিরাট কোহলি। — ফাইল চিত্র।

সাদা বলের ক্রিকেটে ফিরতেই জয়ে ফিরল ভারত। বোঝা গেল, দিন-রাতের ম্যাচে বছরের এই সময় ভারতের মাটিতে পরে বল করা কতটা কঠিন। প্রথম দুই এক দিনের ম্যাচে পরে বল করতে গিয়ে ভারতীয় বোলারদের যে অবস্থা হয়েছিল, বিশাখাপত্তনমে সেটাই হল দক্ষিণ আফ্রিকার বোলারদের। ২৭১ রান হাসতে হাসতে তাড়া করে জিতল ভারত। শতরান করলেন যশস্বী জয়সওয়াল। রান করলেন রোহিত শর্মা ও বিরাট কোহলিও। ৯ উইকেটে ম্যাচ জিতে এক দিনের সিরিজ় নিজেদের নামে করলেন লোকেশ রাহুলেরা। তিনি হাসি ফোটালেন কোচ গৌতম গম্ভীরের মুখেও। টেস্ট সিরিজ়ে চুনকামের লজ্জা কিছুটা হলেও মুছলেন গম্ভীর।

Advertisement

বিশাখাপত্তনমে টস জেতে ভারত। রাহুল বাঁ হাতে কয়েন তোলেন। তাতেই ভাগ্য ফেরে। টস জিতে চোখ বন্ধ করে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন তিনি। টসের পর ভারতীয় ক্রিকেটারদের উল্লাস বুঝিয়ে দিচ্ছিল, অর্ধেক ম্যাচ জিতে নিয়েছেন তাঁরা। বাকিটা মাঠে নেমে করার দরকার ছিল। সেটাই করলেন তাঁরা।

এই ম্যাচে ওপেনিংয়ে আবার ফেরেন রায়ান রিকেলটন। কিন্তু রান করতে পারেননি তিনি। শূন্য রানের মাথায় প্রথম ওভারেই অর্শদীর সিংহের শিকার হন তিনি। তবে প্রথম উইকেটে জুটি বাঁধেন কুইন্টন ডি’কক ও অধিনায়ক টেম্বা বাভুমা। ভারতের বিরুদধে ডি’ককের রেকর্ড ভাল। কিন্তু প্রথম দুই ম্যাচে রান পাননি। তৃতীয় ম্যাচে পেলেন। বাভুমার সঙ্গে ১১৩ রানের জুটি বাঁধলেন তাঁরা। দেখে মনে হচ্ছিল, বড় রান করবে দক্ষিণ আফ্রিকা। তখনই বাভুমাকে ৪৮ রানের মাথায় ফেরান রবীন্দ্র জাডেজা। চার নম্বরে নেমে ব্রিৎজ়কে ভাল খেলছিলেন।

Advertisement

দ্বিতীয় স্পেলে এসে দক্ষিণ আফ্রিকাকে সমস্যায় ফেললেন প্রসিদ্ধ কৃষ্ণ। চলতি সিরিজ়ে ভাল বল করতে পারেননি তিনি। এই ম্যাচেও রান দিচ্ছিলেন। কিন্তু দ্বিতীয় স্পেলে ছবিটা বদলাল। একই ওভারে প্রথমে ব্রিৎজ়কে (২৪) ও পরে এডেন মার্করামকে (১) আউট করলেন তিনি। আগের ম্যাচে শতরান করেছিলেন মার্করাম। ওপেনিং থেকে মিডল অর্ডারে নামানো হল তাঁকে। তাতেই হয়তো ছন্দপতন হল।

অন্য প্রান্তে ডি’কক ভাল খেলছিলেন। দ্রুত রান করছিলেন তিনি। হর্ষিত রানার বলে ছক্কা মেরে শতরান করেন তিনি। ভারতের মাটিতে নিজের সপ্তম শতরান করলেন ডি’কক। সনৎ জয়সূর্যের রেকর্ড ছুঁলেন তিনি। যদিও তার পরে বেশি ক্ষণ টিকে থাকেননি। ৮৯ বলে ১০৬ রান করে প্রসিদ্ধের বলেই আউট হলেন ডি’কক।

ডেওয়াল্ড ব্রেভিস ও মার্কো জানসেন জুটি গড়লেও কুলদীপ যাদব দ্বিতীয় স্পেলে আসার পর সমস্যায় পড়লেন তাঁরা। ব্রেভিসকে ২৯ রানের মাথায় আউট করলেন কুলদীপ। জানসেনকেও ১৭ রানের মাথায় ফেরালেন তিনি। কর্বিন বশ আগের দুই ম্যাচে রান করলেও এই ম্যাচে পারলেন না। ৯ রানে কুলদীপের শিকার হলেন তিনি। শেষ দিকে কেশব মহারাজ ২০ রান করলেও পুরো ৫০ ওভার খেলতে পারেনি দক্ষিণ আফ্রিকা। ৪৭.৫ ওভারে ২৭০ রানে অল আউট হয়ে যায় তারা। ভারতের হয়ে কুলদীপ ও প্রসিদ্ধ ৪ করে উইকেট নেন।

দিন-রাতের ম্যাচে ৩৫০ রান করলেও ম্যাচ জেতা কঠিন হচ্ছে। সেখানে দক্ষিণ আফ্রিকা ২৭০ রান করায় খেলার রাশ ভারতের হাতেই ছিল। ভারতের দুই ওপেনার রোহিত শর্মা ও যশস্বী জানতেন, তাড়াহুড়ো করার কোনও প্রয়োজন নেই। জুটি বাঁধেন তাঁরা। সময় নেন। যত সময় গড়াল ব্যাট করা তত সহজ হল। একটা সময় পড় হাত খুললেন ভারতের দুই ব্যাটার। শতরানের জুটি গড়লেন তাঁরা। দুই ব্যাটারই অর্ধশতরান করলেন।

একটা সময় মনে হচ্ছিল, ১০ উইকেটে জিতে যাবে ভারত। কিন্তু তা হল না। ওপেনিং জুটি ভাঙলেন মহারাজ। ৭৫ রান করে ফিরলেন রোহিত। শতরান হল না। ওপেনিং জুটিতে ১৫৫ রান করল ভারত। সেখানেই খেলা দক্ষিণ আফ্রিকার হাত থেকে বেরিয়ে গিয়েছিল।

চলতি সিরিজ়ে ফর্মে রয়েছেন কোহলি। আগের দুই ম্যাচে শতরান করেছেন। যশস্বীর সঙ্গে জুটি বাঁধলেন তিনি। এক দিনের ক্রিকেটে যশস্বী এর আগে অর্ধশতরান করতে পারেননি। এই ম্যাচে করলেন। অর্ধশতরানের পরেও খেলা চালিয়ে গেলেন। মাঝে মাঝে বলের লাইন মিস্‌ করলেও উইকেট ছুড়ে দিয়ে আসেননি তিনি। এক দিনের কেরিয়ারে নিজের প্রথম শতরান করলেন যশস্বী। তাঁর উল্লাস বুঝিয়ে দিচ্ছিল, এই ইনিংসের গুরুত্ব কতটা।

ছন্দে ছিলেন কোহলিও। তিনি যখন ব্যাট করতে নামেন, তখন আর শতরানের সুযোগ ছিল না। এই ম্যাচে আর শুরুতে সময় নেননি। বড় শট খেলছিলেন। শতরানের সুযোগ না থাকলেও অর্ধশতরান করলেন তিনি। দু’জনকে দেখে বোঝা যাচ্ছিল, তাড়াতাড়ি খেলা শেষ করতে চাইছেন। সেটাই করলেন তাঁরা। দক্ষিণ আফ্রিকার বোলারেরা তাঁদের সমস্যায় ফেলতে পারলেন না। শেষ পর্যন্ত ৬১ বল বাকি থাকতে খেলা জিতে গেল ভারত। যশস্বী ১১৬ ও কোহলি ৬৫ রানে অপরাজিত থাকলেন। এক দিনের সিরিজ় পকেটে করল ভারত।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement