Madhya Pradesh Assembly

বিয়ের নিমন্ত্রণে গিয়েছেন! মধ্যপ্রদেশে বিধানসভার শীতকালীন অধিবেশনের শেষ দিনে অনুপস্থিত ১৪ বিধায়ক

শুক্রবার মধ্যপ্রদেশ বিধানসভার শীতকালীন অধিবেশনের শেষ দিন ছিল। অথচ অধিকাংশ বিধায়কেরই আসন ছিল ফাঁকা। কারণ, তাঁরা সকলেই বিবাহের অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৬ ডিসেম্বর ২০২৫ ২০:৩১
Share:

মধ্যপ্রদেশ বিধানসভায় অনুপস্থিত ১৪ জন বিধায়ক। ছবি: সংগৃহীত।

বিধানসভার শীতকালীন অধিবেশনের শেষ দিন। অথচ ১৪ জন বিধায়ক অনুপস্থিত। কারণ, বিয়ের মরসুমে সকলেই গিয়েছেন নিমন্ত্রণরক্ষা করতে! শুক্রবার এমনই অবাক-করা চিত্র দেখা গেল মধ্যপ্রদেশে।

Advertisement

৫ ডিসেম্বর, শুক্রবার মধ্যপ্রদেশ বিধানসভার শীতকালীন অধিবেশনের শেষ দিন ছিল। অথচ কয়েক জন বিধায়কেরই আসন ছিল ফাঁকা। কারণ, তাঁরা সকলে বিবাহের অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন। বিজেপি, কংগ্রেস থেকে শুরু করে ভারত আদিবাসী পার্টির একমাত্র বিধায়কও বাদ পড়েননি। সব মিলিয়ে অনুপস্থিত ছিলেন মোট ১৪ জন বিধায়ক। প্রশ্ন করার জন্য কেউ উপস্থিত না থাকায় শেষ দিনের প্রশ্নোত্তর পর্বও তাড়াতাড়ি শেষ হয়ে যায়।

স্পিকার নরেন্দ্র সিংহ তোমর অনুপস্থিত বিধায়কদের নাম পড়ে শোনানোর পর মন্ত্রী তথা বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয় উঠে দাঁড়িয়ে বলেন, ‘‘পরের বার বিধানসভার অধিবেশনের তারিখ স্থির করার সময় আমাদের বিয়ের দিনগুলির কথাও মাথায় রাখতে হবে! কারণ, অনেক বিধায়কের পরিবারে আজই বিয়ে রয়েছে। পরের বছর থেকে আমরা নিশ্চিত করব যাতে বিধানসভার অধিবেশনের দিনগুলি বিয়ের দিনে না পড়ে।’’

Advertisement

প্রত্যেক মন্ত্রী এবং আমলা উপস্থিত থাকলেও প্রশ্নকর্তা বিধায়কেরা অনেকে উপস্থিত ছিলেন না। যার ফলে গত ২০ বছরে সম্ভবত প্রথমবার প্রশ্নোত্তর পর্ব আগেভাগেই শেষ করে দিতে হয়। অন্য দিকে, ঘটনার কথা প্রকাশ্যে আসতেই নির্বাচিত জনপ্রতিনিধিদের দায়িত্ববোধ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। নানা মহলে ব্যাপক সমালোচনাও শুরু হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement