M Veerappa Moily

তেল ভান্ডার গড়া নিয়ে তোপ মইলির

শনিবার কেন্দ্রকে বিঁধেছেন প্রাক্তন তেলমন্ত্রী এম বীরপ্পা মইলি। তাঁর দাবি, ইউপিএ আমলে ভান্ডার তৈরির পরিকল্পনাকে ঠান্ডা ঘরে পাঠিয়ে দিয়েছে মোদী সরকার।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ২৬ জুলাই ২০২০ ০৫:২১
Share:

প্রতীকী চিত্র

বিশ্ব বাজারে তেলের দরের বিপুল পতন হলেও, ভারত তার সুবিধা নিতে পারেনি অভিযোগ করে তোপ দাগল কংগ্রেস। সস্তার তেল কিনে সঞ্চয় রাখার মতো মজুত ভান্ডার তৈরি করতে না-পারাই তার মূল কারণ বলে শনিবার কেন্দ্রকে বিঁধেছেন প্রাক্তন তেলমন্ত্রী এম বীরপ্পা মইলি। তাঁর দাবি, ইউপিএ আমলে ভান্ডার তৈরির পরিকল্পনাকে ঠান্ডা ঘরে পাঠিয়ে দিয়েছে মোদী সরকার।
সেই সঙ্গে আমেরিকায় মজুত ভান্ডার ভাড়া করার কেন্দ্রের ভাবনাও কূটনৈতিক ও কৌশলগত কারণে ঠিক নয় বলে দাবি মইলির। সম্প্রতি যার পরিকল্পনা তৈরির জন্য ট্রাম্প প্রশাসনের সঙ্গে চুক্তি করেছে ভারত। প্রাক্তন মন্ত্রীর বক্তব্য, আমেরিকাকে টাকা দেওয়ার বদলে এ দেশে সেই ভান্ডার গড়া সব দিক থেকেই গ্রহণযোগ্য। তা ছাড়া সমুদ্র-পথে বাধা এলে মার্কিন ভান্ডারের নাগাল পাওয়াও কঠিন হবে।
মইলি জানান, আপৎকালের জন্য প্রথম ইউপিএ সরকারের আমলে অন্ধ্রপ্রদেশ ও কর্নাটকে ৫৩.৩ লক্ষ টনের তিনটি মজুত ভান্ডার তৈরি করা হয়। পরে ২০১৩ সালে চার রাজ্যে ১৬০ কোটি ডলার খরচ করে আরও মোট ১.২৫ কোটি টনের ভান্ডার গড়ার পরিকল্পনা নেয় দ্বিতীয় ইউপিএ সরকার। তাঁর দাবি, গত ছ’বছরে কেন্দ্র তা নিয়ে কিছুই করেনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন