আরও চার চা বাগান বেচছে ম্যাকলিওড

বুধবার সংস্থাটির পূর্ণ সময়ের ডিরেক্টর তথা সিএফও কমল বহেতী  জানিয়েছেন, এই চার বাগান মোরান, লেপেটকাট্টা, আট্টাবাড়ি ও সেপন। সেগুলি বেচতে লক্ষ্মী টি-র সঙ্গে মউ সই করেছেন তাঁরা। প্রয়োজনীয় অনুমোদন মিললে বাগানগুলির হাতবদল হবে ১৪১ কোটি টাকায়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ জুন ২০১৮ ০৩:৫১
Share:

ঋণের বোঝা কমাতে অসমের আরও চারটি চা বাগান বিক্রি করছে কলকাতার ম্যাকলিওড রাসেল।

Advertisement

বুধবার সংস্থাটির পূর্ণ সময়ের ডিরেক্টর তথা সিএফও কমল বহেতী জানিয়েছেন, এই চার বাগান মোরান, লেপেটকাট্টা, আট্টাবাড়ি ও সেপন। সেগুলি বেচতে লক্ষ্মী টি-র সঙ্গে মউ সই করেছেন তাঁরা। প্রয়োজনীয় অনুমোদন মিললে বাগানগুলির হাতবদল হবে ১৪১ কোটি টাকায়।

এর আগে অসমের আরও আটটি বাগান বেচতে মুম্বইয়ের এম কে শাহ এক্সপোর্টের সঙ্গে চুক্তি করেছে ম্যাকলিওড। প্রস্তাবিত লেনদেনের অঙ্ক ৩৩১ কোটি। সংস্থা কর্তৃপক্ষের আশা, মাস দুয়েকের মধ্যেই মিলবে ছাড়পত্র। সম্ভব হবে বাগানের মালিকানার হাতবদলও। ১২টি বাগান বিক্রির পরে ম্যাকলিওডের হাতে থাকবে ৪০টি। এর চারটি ডুয়ার্সে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement