মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সফরে আসার আমন্ত্রণ জানিয়েছেন চিনা কনসাল জেনারেল। বুধবার এমসিসি চেম্বারে ভারত-চিন বাণিজ্যিক সম্পর্ক নিয়ে সভায় কলকাতায় চিনের কনসাল জেনারেল মা ঝানউ জানান, তাঁরা সে দেশের জিয়াংসু এবং ইউনান প্রদেশ সফরের জন্য বেশ কিছু দিন আগেই মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছেন। পশ্চিমবঙ্গকে সেখানে তুলে ধরা ও দ্বিপাক্ষিক বাণিজ্যের আরও বিস্তারই এই আমন্ত্রণের মূল উদ্দেশ্য।
তাঁর দাবি, উৎপাদন শিল্প ছাড়াও স্বাস্থ্য পরিষেবা, পর্যটন, তথ্যপ্রযুক্তি ক্ষেত্রেও বাণিজ্যিক সম্ভাবনা রয়েছে। তিনি জানান, পশ্চিমবঙ্গ-সহ ভারতে চিনা সংস্থাগুলি আরও ব্যবসা করতে আগ্রহী। তাঁর দাবি, চিন যেমন ভারতকে নিয়ে শঙ্কিত নয়, তেমনই ভারতের উপরও তাঁরা কোনও শঙ্কা চাপিয়ে দিতে চান না। বরং দু’দেশের মধ্যে বিশ্বাস ও বন্ধুত্বের বাতাবরণ তৈরিতে বন্ধুত্বমূলক চুক্তির পক্ষে সওয়াল করেন তিনি।