Amri Hospital

মণিপালের হাতে আমরি

মুকুন্দপুর, ঢাকুরিয়া, সল্টলেক এবং ভুবনেশ্বর মিলিয়ে আমরি হসপিটালস গোষ্ঠীর চারটি হাসপাতাল এল মণিপালের হাতে। ফলে দেশের ১৭টি শহরে তাদের হাসপাতালের সংখ্যা পৌঁছল ৩৩টিতে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৩ ০৮:৫৩
Share:

আমরি হাসপাতাল। ছবি: সংগৃহীত।

আমরি হাসপাতালের ৮৪% অংশীদারি হাতে নিল মণিপাল হাসপাতাল। বুধবার বিবৃতিতে এ কথা জানিয়েছে তারা। মুকুন্দপুর, ঢাকুরিয়া, সল্টলেক এবং ভুবনেশ্বর মিলিয়ে আমরি হসপিটালস গোষ্ঠীর চারটি হাসপাতাল এল মণিপালের হাতে। ফলে দেশের ১৭টি শহরে তাদের হাসপাতালের সংখ্যা পৌঁছল ৩৩টিতে। উল্লেখ্য, কলকাতা এবং ওড়িশা মিলিয়ে আমরি-র হাসপাতালে শয্যার সংখ্যা ১২০০-র বেশি। রয়েছেন ৮০০ চিকিৎসক ও প্রায় ৫০০০ স্বাস্থ্যকর্মী। সে সবই এসেছে মণিপালের অধীনে। আর এর হাত ধরে ৩৩টি হাসপাতাল মিলিয়ে তাদের শয্যা সংখ্যা পৌঁছেছে ৯৫০০-তে। থাকছেন প্রায় ৫০০০ চিকিৎসক এবং ২০,০০০ কর্মী।

মণিপাল এডুকেশন অ্যান্ড মেডিক্যাল গোষ্ঠীর চেয়ারম্যান রঞ্জন পাই জানান, দেশের দ্বিতীয় বৃহত্তম হাসপাতাল চেন হচ্ছে মণিপাল। আমরি অধিগ্রহণের ফলে পূর্ব-ভারতে বড় মাত্রায় পদক্ষেপ করা সম্ভব হল তাদের পক্ষে। এ ক্ষেত্রে এত দিন ইমামি গোষ্ঠী পরিচালিত আমরি হাসপাতালের স্বাস্থ্য পরিষেবায় দক্ষতা কাজে লাগবে। জানা গিয়েছে, এই অধিগ্রহণের পরে আমরি হাসপাতালের ১৫% শেয়ার থাকছে ইমামি গোষ্ঠীর হাতে এবং বাকি ১% রাজ্য সরকারের হাতে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন