Share Market

চাপ বাড়াতেই যে শুল্ক-জরিমানা, আঁচ করছে বাজার

বৃহস্পতিবার প্রাথমিক ঝাঁকুনি সেনসেক্সকে শুরুতে ৭৮৬.৭১ পয়েন্ট টেনে নামালেও, বেলা গড়াতেই হারানো জমি পুনরুদ্ধার হয়। শেষে মাত্র ২৯৬.২৮ পড়ে সূচক থামে ৮১,১৮৫.৫৮ অঙ্কে।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০১ অগস্ট ২০২৫ ০৯:০৪
Share:

নিফ্‌টি ৮৬.৭০ পড়ে হয় ২৪,৭৬৮.৩৫। —প্রতীকী চিত্র।

আশঙ্কা ছিল, ভারতের উপর ডোনাল্ড ট্রাম্পের বসানো ২৫% শুল্ক এবং তার সঙ্গে যোগ হতে চলা জরিমানা আঘাত করবে শেয়ার বাজারকে। টাকার দামের সঙ্গেই ধরাশায়ী হবে সূচক। কিন্তু বৃহস্পতিবার প্রাথমিক ঝাঁকুনি সেনসেক্সকে শুরুতে ৭৮৬.৭১ পয়েন্ট টেনে নামালেও, বেলা গড়াতেই হারানো জমি পুনরুদ্ধার হয়। শেষে মাত্র ২৯৬.২৮ পড়ে সূচক থামে ৮১,১৮৫.৫৮ অঙ্কে। নিফ্‌টি-ও ৮৬.৭০ পড়ে হয় ২৪,৭৬৮.৩৫। বুধবার টাকার দাম নজিরবিহীন তলানিতে নেমেছিল। এ দিন মাথা তুলেছে। ১৫ পয়সা পড়ে ডলার হয়েছে ৮৭.৬৫ টাকা।

বিশেষজ্ঞ আশিস নন্দীর দাবি, ‘‘ট্রাম্পের শুল্ক আসলে চাপ বৃদ্ধির কৌশল, আঁচ করছে বাজার। যাতে তাঁদের শর্ত মেনে দ্রুত বাণিজ্য চুক্তি সারে ভারত। আর জরিমানার ঘোষণা ভূ-রাজনৈতিক। ভারতকে রাশিয়া থেকে কেনাকাটা বন্ধ করতে বাধ্য করা।’’ সংবাদ সংস্থার খবর, হোয়াইট হাউসের আর্থিক উপদেষ্টা কেভিন হ্যাসেটেরও ইঙ্গিত, চুক্তির আলোচনার না এগোনোয় ট্রাম্প ‘হতাশ’। মনে করছেন ২৫% শুল্ক বসালে দ্রুত সমাধান সূত্র বেরোবে। একাংশ অবশ্য বলছেন, জাপান, ব্রিটেন, ইন্দোনেশিয়া বা ইউরোপীয় অঞ্চলের সঙ্গে যেমন চুক্তি করেছে আমেরিকা, তেমনটাই ভারতের সঙ্গে করতে চাইছে। যেখানে সুবিধার পাল্লা ভারী রাখবেন ট্রাম্প।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন