ভারতের বাজারে নতুন স্মার্টফোন আনল মেইজু। ৫.৫ ইঞ্চির ৩ জিবি র্যামের ‘এম-৩ নোট’ ফোনটিতে রয়েছে আটটি প্রসেসর। ব্যবহার করা যাবে ৪জি প্রযুক্তির দু’টি সিম কার্ড। ৩২ জিবি তথ্য ভরে রাখার সুযোগ রয়েছে, যা বাড়ানো যাবে ১২৮ জিবি পর্যন্ত। ৪,১০০ এমএএইচ ব্যাটারি চালিত ফোনে আছে ১৩ মেগাপিক্সেল ও ৫ মেগাপিক্সেলের দু’টি ক্যামেরাও। শুধু অ্যামাজনের সাইটে ফোনটি পাওয়া যাবে ৯,৯৯৯ টাকায়।