অস্থিরতা সত্ত্বেও উঠল বাজার, বাড়ল টাকার দামও

নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে ভারতীয় সেনাবাহিনীর ‘সার্জিক্যাল স্ট্রাইক’-এ বৃহস্পতিবার ৪৬৫ পয়েন্ট পড়েছিল শেয়ার বাজার। পাকিস্তােনর সঙ্গে যুদ্ধের আশঙ্কায় শুক্রবারও তা থাকল অস্থিরই। তবে এ দিন আর বাজার পড়েনি। সেনসেক্স বেড়েছে ৩৮.৪৩ পয়েন্ট।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০১ অক্টোবর ২০১৬ ০৩:৩৭
Share:

নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে ভারতীয় সেনাবাহিনীর ‘সার্জিক্যাল স্ট্রাইক’-এ বৃহস্পতিবার ৪৬৫ পয়েন্ট পড়েছিল শেয়ার বাজার। পাকিস্তােনর সঙ্গে যুদ্ধের আশঙ্কায় শুক্রবারও তা থাকল অস্থিরই। তবে এ দিন আর বাজার পড়েনি। সেনসেক্স বেড়েছে ৩৮.৪৩ পয়েন্ট। থিতু হয়েছে ২৭,৮৬৫.৯৬ অঙ্কে। উঠেছে নিফ্‌টিও। ১৯.৯০ পয়েন্ট বেড়ে হয়েছে ৮৬১১.১৫। তবে বিশেষজ্ঞদের আশঙ্কা, যুদ্ধের পরিস্থিতি ঘোরালো হলে তার বিরূপ প্রভাব পড়বে শেয়ার বাজারে।

Advertisement

ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা থাকলেও শেয়ার কিনছে বিদেশি আর্থিক সংস্থাগুলি। বৃহস্পতিবার যুদ্ধ নিয়ে আশঙ্কার মধ্যেও ভারতের বাজারে ১১০৭.৪২ কোটি টাকা ঢেলেছে তারা।

শুক্রবার বেড়েছে টাকার দামও। বৃহস্পতিবার তার দর পড়েছিল। কিন্তু এ দিন ডলারের সাপেক্ষে টাকার দাম বেড়েছে ২৪ পয়সা। ডলারের দাম দাঁড়িয়েছে ৬৬.৬১ টাকায়।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement