ঋণের বোঝা নিয়ে শঙ্কা, চিনের রেটিং কমাল মুডিজ

চিনা অর্থনীতি নিয়ে হুঁশিয়ারি দিল আন্তর্জাতিক মূল্যায়ন সংস্থা মুডিজ। সেই সঙ্গে ঋণ পাওয়ার যোগ্যতার বিচারে চিনের রেটিং কমিয়ে দিয়েছে সংস্থা।

Advertisement

বেজিং

শেষ আপডেট: ২৫ মে ২০১৭ ০৩:০৮
Share:

চিনা অর্থনীতি নিয়ে হুঁশিয়ারি দিল আন্তর্জাতিক মূল্যায়ন সংস্থা মুডিজ। সেই সঙ্গে ঋণ পাওয়ার যোগ্যতার বিচারে চিনের রেটিং কমিয়ে দিয়েছে সংস্থা।

Advertisement

মুডিজ জানিয়েছে, ‘‘আগামী বছরগুলিতে চিনা অর্থনীতি কিছুটা দুর্বল হয়ে পড়বে বলে আশঙ্কা করেই মূল্যায়ন কমানো হয়েছে। তার কারণ পাহাড় প্রমাণ ঋণের বোঝা আরও বাড়তে চলেছে। পাশাপাশি, আর্থিক বৃদ্ধি ঢিমেতালে এগোনোরই সম্ভাবনা।’’ ভবিষ্যতে ঋণ পাওয়ার যোগ্যতার দিক থেকে চিনের দীর্ঘ মেয়াদি রেটিং এএ৩ থেকে কমিয়ে এ১ করেছে মুডিজ। তবে ভবিষ্যৎ সম্পর্কে দৃষ্টিভঙ্গি ‘নেতিবাচক’ থেকে বদলে ‘স্থিতিশীল’ করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রের খবর, চিনা অর্থনীতি বেশি মাত্রায় ঋণ-নির্ভর হয়ে পড়ছে। লাগামছাড়া ভাবে ঝুঁকিপূর্ণ ঋণ নেওয়ার পথেই হাঁটছে তারা, যার প্রভাব পড়ছে বিশ্ব অর্থনীতির স্থিতির উপর। বিশেষজ্ঞরা এটিকে ঋণ নেওয়ার প্রতি চিনের এক ধরনের ‘উন্মত্ততা’ বলে তকমা দিয়েছেন। এই অভ্যাস ছেড়ে বেরিয়ে আসার ইচ্ছাও বেজিংয়ের নেই বলে অভিযোগ তাঁদের।

Advertisement

বিশেষজ্ঞ ও অর্থনীতিবিদদের মতে এর মূল কারণ রাজনৈতিক। তাঁদের মতে, ঋণের উপর ভরসা করে যে-কোনও প্রকারে বৃদ্ধির হারকে টেনে তোলাই লক্ষ্য চিনা কমিউনিস্ট পার্টি-র, যাতে তার রাজনৈতিক ফায়দা তারা তুলতে পারে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন