ডিজিটাল মাধ্যমেই জোর দেওয়ার পক্ষে সংবাদপত্র শিল্প

সংবাদপত্র সংস্থাকে টিকে থাকতে হলে খবর পরিবেশনার ক্ষেত্রে ডিজিটাল মাধ্যমের উপরই জোর দিতে হবে। বুধবার কলকাতায় সংবাদ সংস্থাগুলির আন্তর্জাতিক সংগঠন ওয়ান-ইনফ্রার বার্ষিক সম্মেলনে বিভিন্ন বক্তা এ কথাই জানান। এই প্রথম ভারতে আয়োজিত হল তাদের সম্মেলন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২২ সেপ্টেম্বর ২০১৬ ০৩:০৭
Share:

সংবাদপত্র সংস্থাকে টিকে থাকতে হলে খবর পরিবেশনার ক্ষেত্রে ডিজিটাল মাধ্যমের উপরই জোর দিতে হবে। বুধবার কলকাতায় সংবাদ সংস্থাগুলির আন্তর্জাতিক সংগঠন ওয়ান-ইনফ্রার বার্ষিক সম্মেলনে বিভিন্ন বক্তা এ কথাই জানান। এই প্রথম ভারতে আয়োজিত হল তাদের সম্মেলন। দু’দিনের সম্মেলনের উদ্বোধন হয় এ দিন। যোগ দিয়েছেন ২০টি দেশের প্রতিনিধিরা।

Advertisement

বর্তমান যুগের ব্যস্ত দুনিয়ায় দ্রুত সংবাদ পড়ে নিতেই বেশি আগ্রহী নতুন প্রজন্মের পাঠক। ঘরে বসে দীর্ঘ সময় ধরে খবরের কাগজ পড়ার থেকে মোবাইলে ই-পেপার পড়ে নেওয়ার প্রবণতা তাঁদের মধ্যে দ্রুত বাড়ছে। তাই ডিজিটাল মাধ্যমেই সংবাদপত্র কর্তৃপক্ষের জোর দেওয়া জরুরি বলে মন্তব্য করেন বিভিন্ন বক্তা। তবে ডিজিটাল মাধ্যমে উত্তরণের খরচ জোগাতে হবে সংবাদপত্র ব্যবসা থেকেই। এই প্রসঙ্গে এ দিনের প্রধান বক্তা বন্ধন ব্যাঙ্কের প্রতিষ্ঠাতা এবং এমডি চন্দ্রশেখর ঘোষ তাঁর সংস্থার ক্ষুদ্র-ঋণ সংস্থা থেকে ব্যাঙ্কে পরিণত হওয়ার কথা উল্লেখ করে বলেন, ‘‘প্রতিযোগিতার বাজারে নতুন ব্যবসা শুরুর ক্ষেত্রে খরচে লাগাম দেওয়া জরুরি।’’

চন্দ্রশেখরবাবুর বক্তব্যের সূত্র ধরে এবিপি সংস্থার ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও ডি ডি পুরকায়স্থ বলেন, ‘‘নতুন ব্যবসায় লগ্নির ক্ষমতা অর্জন করার জন্য সংস্থাটির অবয়ব আঁটোসাঁটো করা চাই। বড় চ্যালেঞ্জ হল, সংস্থার মেদ কমিয়ে তার দক্ষতা বাড়ানো।’’ ওয়ান-ইনফ্রার ডেপুটি সিইও ম্যানফ্রেড ওয়েরফেল জানান, বিশ্বে বর্তমানে সংবাদপত্র বা সাময়িকীর পাঠক সংখ্যা ২৭০ কোটি। সেখানে ডিজিটাল মাধ্যমের পাঠক সংখ্যা ১৩০ কোটি ছাড়িয়ে গিয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement