বাংলাদেশে সুস্মিতা চট্টোপাধ্যায়। ছবি: ফেসবুক।
প্রতিবাদে, বিক্ষোভের আগুনে পুড়ছে বাংলাদেশ। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির মৃত্যুর পর ফের বাংলাদেশ উত্তাল। এই পরিস্থিতির মধ্যেই সেখানে রয়েছেন টলিউডের সুস্মিতা চট্টোপাধ্যায়। ‘রাক্ষস’ ছবির শুটিংয়ে ব্যস্ত তিনি।
কেমন আছেন নায়িকা? উদ্বিগ্ন তাঁর কলকাতার অনুরাগীরা। নায়িকার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিল আনন্দবাজার ডট কম-ও। হোয়াট্সঅ্যাপ বার্তা পাঠানো হয়েছিল তাঁকে। যদিও তিনি সেই বার্তার কোনও উত্তর দেননি। সাড়া দেননি হোয়াট্সঅ্যাপ কলে। বন্ধ করে দিয়েছেন ইন্টারনেট যোগাযোগ।
বাংলাদেশে ‘রাক্ষস’ ছবির আনুষ্ঠানিক ঘোষণায় সিয়াম আহমেদ এবং সুস্মিতা চট্টোপাধ্যায়। ছবি সংগৃহীত।
তাঁর মুখ থেকে সরাসরি জানা না গেলেও ও পার বাংলা সূত্রে খবর, ভাল আছেন সুস্মিতা। নিরাপদেই আছেন তিনি। সম্ভবত ১৫ ডিসেম্বর থেকে ছবির শুটিং শুরু করেছেন। ছবির আনুষ্ঠানিক ঘোষণা অনুষ্ঠানে সিয়ামের সঙ্গে দেখা গিয়েছে তাঁকে। তবে শুক্রবার বন্ধ কাজ। শুটিং আর স্থগিত না থাকলে ২৬ ডিসেম্বর নিজের দেশে নায়িকার ফিরে আসার কথা।
মেহেদী হাসান হৃদয়ের পরিচালনায় ‘রাক্ষস’ ছবিতে ও পার বাংলার আর এক জনপ্রিয় নায়ক সিয়াম আহমেদের বিপরীতে দেখা যাবে তাঁকে। এই খবর প্রথম জানিয়েছিল আনন্দবাজার ডট কম। ছবির প্রযোজনায় শাহরিন আক্তার সুমি এবং আজিম হারুন। সদ্য প্রকাশ্যে এসেছে ছবির টিজ়ার। ঝলক বলছে, আদ্যন্ত অ্যাকশন ছবি ‘রাক্ষস’। সম্ভবত নায়িকাকেও রোমান্সের পাশাপাশি অ্যাকশন দৃশ্যে দেখা যাবে। বাংলাদেশের প্রথমে চাউর হয়েছিল, এই ছবিতে নায়িকার ভূমিকায় অভিনয় করবেন ইধিকা পাল। পরে সিদ্ধান্ত নাকি বদলে যায়।