আরও পুঁজি ১২ ব্যাঙ্কে

এক, বিভিন্ন ব্যাঙ্ককে বিধি অনুযায়ী মূলধন হাতে রাখার শর্ত পূরণে সাহায্য করা।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০১৯ ০২:০৭
Share:

রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে ৪৮,২৩৯ কোটি ঢালা হবে বলে জানাল অর্থ মন্ত্রক। প্রতীকী ছবি।

চলতি অর্থবর্ষে ১২টি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে ৪৮,২৩৯ কোটি ঢালা হবে বলে জানাল অর্থ মন্ত্রক। লক্ষ্য একাধিক।

Advertisement

এক, বিভিন্ন ব্যাঙ্ককে বিধি অনুযায়ী মূলধন হাতে রাখার শর্ত পূরণে সাহায্য করা। দুই, অনুৎপাদক সম্পদে জর্জরিত যে ব্যাঙ্কগুলি রিজার্ভ ব্যাঙ্কের ঋণ সংক্রান্ত বিধিনিষেধের (পিসিএ) আওতায় রয়েছে, তাদের একাংশকে সেখান থেকে বার করা। তিন, পিসিএ-মুক্ত ব্যাঙ্কগুলিকে আর্থিক উন্নতির পথে এগিয়ে দেওয়া। কেন্দ্রীয় আর্থিক পরিষেবা সচিব রাজীব কুমার জানান, এর মধ্যে কর্পোরেশন ব্যাঙ্ক ও এলাহাবাদ ব্যাঙ্কে ঢালা হবে যথাক্রমে ৯,০৮৬ কোটি ও ৬,৮৯৬ কোটি। পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে ৫,৯০৮ কোটি।

কুমারের দাবি, দেউলিয়া আইনে ব্যাঙ্কগুলি প্রায় ১ লক্ষ কোটি টাকা অনাদায়ি ঋণ আদায় করেছে। এই অর্থবর্ষে তা ১.৮ লক্ষ কোটি ছোঁবে।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন