Auto Mobiles

দাম শুরু ৪১ লক্ষ থেকে, এই বাইকগুলি কিনবেন নাকি!

Advertisement
সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২৮ নভেম্বর ২০১৮ ০৮:৩০
Share:
০১ ১১

সুনসান রাস্তা। চারিদিক নিস্তব্ধ। তার মধ্যে ঝড়েরবেগে উড়ে চলা, মোটরসাইকেল নিয়ে কমবেশি আমাদের সকলের মনেই এমন বাসনা থাকে। যদিও দামের কথা উঠলেই হাত কচলাতে হয়। কিন্তু ধরুন টাকার সমস্যা থাকল না। তাহলে কেমন বাইক কিনবেন ভেবেছেন কখনও! ভারতে বিক্রি হওয়া সবচেয়ে দামি মোটর সাইকেলগুলির মধ্যে থেকেই বেছে নিতে পারেন। ছবি: পিক্সাবে।

০২ ১১

ইন্ডিয়ান রোড মাস্টার: নামে ভারতীয় হলেও আসলে মার্কিন সংস্থার তৈরি বাইক। বড় ইঞ্জিন, ঝকঝকে লুক এবং ১৮১১ সিসি-র ভি টুইন ইঞ্জিন এই বাইকের প্রধান বৈশিষ্ট্য। মাইলেজ লিটার প্রতি ১৫ কিলোমিটার। রাস্তায় বেরোলে সকলের নজর কাড়বেই।

Advertisement
০৩ ১১

এ ছাড়াও রয়েছে সেল্ফ স্টার্ট প্রযুক্তি। গিয়ার রয়েছে মোট ছ’টি। থান্ডার ব্ল্যাক, বার্গান্ডি মেটালিক, স্টিল গ্রে ওভার থান্ডার ব্ল্যাক, থান্ডার ব্ল্যাক ওভার আইভরি ক্রিম এবং উইলো গ্রিন ওভার আইভরি ক্রিম—এই ছ’টি রঙের মধ্যে বেছে নিতে পারবেন। তবে দাম শুনে ভিরমি খাবেন না যেন। এই বাইকের দাম শুরু ৪১ লক্ষ ৩০ হাজার থেকে।

০৪ ১১

হার্লে ডেভিডসন সিভিও লিমিটেড: দামি মোটরবাইকের কথা হবে আর হার্লে ডেভিডসন বাদ যাবে, তাও কি হয়! মার্কিন সংস্থা হার্লে ডেভিডসনের যত বাইক রয়েছে, তার মধ্যে এই সিভিও লিমিটেডের বাইকের ইঞ্জিন সবচেয়ে শক্তিশালী। যার ক্ষমতা ১৮৬৮ সিসি।

০৫ ১১

এলইডি হেডল্যাম্প সেটআপ, ক্রুজ কন্ট্রোল এবং সাড়ে ৬ ইঞ্চি টাচস্ক্রিনে ইনফোটেইনমেন্ট প্রযুক্তি লাগানো রয়েছে। মাইলেজ মিলবে প্রতি লিটারে ১৫ কিলোমিটার। বার্গান্ডি চেরি সানগ্লো ফেড এবং ব্ল্যাক আর্থ ফেড রঙের মধ্য থেকে বেছে নিতে হবে। দাম ৪৯ লক্ষ ৯৯ হাজার টাকা থেকে শুরু।

০৬ ১১

এমভি অগস্টা এফ-৪ আরসি: ইতালীয় প্রযুক্তিতে তৈরি পেট্রোলচালিত এই বাইকের চার সিলিন্ডার যুক্ত ইঞ্জিন রয়েছে, যার ক্ষমতা ৯৯৮ সিসি। রেসিংয়ের শখ থাকলে এই বাইক কিনতে পারেন। ওজন মাত্র ১৭৫ কেজি। ঘণ্টায় ৩০২ কিমি বেগে ছুটতে সক্ষম।

০৭ ১১

লাল-সাদা রঙের এই বাইকে গিয়ার রয়েছে ছ’টি। রয়েছে ইলেক্ট্রিক স্টার্ট প্রযুক্তি। দাম পড়বে ৫১ লক্ষ ৯১ হাজার টাকার মতো। পকেটের রেস্ত থাকলে এখনই ঘরে আনতে পারেন।

০৮ ১১

ডুকাটি ১২৯৯ পানিগেল আর ফাইনাল এডিশন: ২০১৭ সালের জুলাই মাসে প্রথম সামনে আনা হয়। তখন দাম ছিল ৫৯ লক্ষ ১৮ হাজার টাকা। পরবর্তী কালে আমদানি শুল্ক কমে গেলে ৭ লক্ষ ৩৬ হাজার টাকা ছাড় দেওয়ার সিদ্ধান্ত নেয় ইতালীয় সংস্থাটি। পেট্রোলচালিত এই বাইকের ইঞ্জিন দুই সিলিন্ডার যুক্ত। যার ক্ষমতা ১২৮৫ সিসি। গিয়ার রয়েছে ছ’টি।

০৯ ১১

লাল, সাদা এবং সবুজ-এই তিনটি রঙে তৈরি রয়েছে বাইকটি। ভারতের বাজারে এই মুহূর্তে বাইকটির দাম ৫১ লক্ষ ৮২ হাজার টাকা থেকে শুরু। বিভিন্ন অনলাইন সাইটেও অর্ডার দেওয়া যেতে পারে। রয়েছে ইএমআইয়ের সুবিধাও।

১০ ১১

কাওয়াসাকি নিনজা এইচটুআর: কাওয়াসাকির এই মডেলে রয়েছে সুপারচার্জার। ফলে অল্প সময়ে গতি বাড়ানো যাবে। বাইকের নিজস্ব কম্পিউটারে রয়েছে যাতে কত ডিগ্রি হেলে বাইক ঘুরছে তা দেখা যাবে। জাপানী প্রযুক্তিতে তৈরি পেট্রলচালিত এই বাইকের চার সিলিন্ডার যুক্ত ইঞ্জিনের ক্ষমতা ৯৯৮ সিসি। গিয়ার রয়েছে ছ’টি। ঘণ্টায় ৪০০ কিমি ছুটতে সক্ষম।

১১ ১১

ভারতের বাজারে এই মুহূর্তে ৭২ লক্ষ টাকায় পাওয়া যাচ্ছে। তবে সাধারণ রাস্তাই এই বাইক নিষিদ্ধ করা হয়েছে। শুধুমাত্র রেসিং সার্কিটেই চালানো যাবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
Advertisement
আরও গ্যালারি
Advertisement