রাজ্যে ২১% ঋণ বাড়াচ্ছে নাবার্ড

২০১৯-২০ অর্থবর্ষে রাজ্যে কৃষি-সহ বিভিন্ন অগ্রাধিকার ক্ষেত্রে ঋণ দেওয়ার পরিকল্পনা সংক্রান্ত বিশেষ নথি বুধবার প্রকাশ করেছে নাবার্ড।

Advertisement

নিজস্ব সংবাদদাতা 

শেষ আপডেট: ১০ জানুয়ারি ২০১৯ ০৪:৪৪
Share:

পরের অর্থবর্ষে রাজ্যের কৃষি ক্ষেত্রে ১ লক্ষ ৫৭ হাজার কোটি টাকা ঋণ দেওয়ার লক্ষ্যমাত্রা নিয়েছে নাবার্ড। যা আগের বছরের থেকে ২১% বেশি।

Advertisement

২০১৯-২০ অর্থবর্ষে রাজ্যে কৃষি-সহ বিভিন্ন অগ্রাধিকার ক্ষেত্রে ঋণ দেওয়ার পরিকল্পনা সংক্রান্ত বিশেষ নথি বুধবার প্রকাশ করেছে নাবার্ড। নাবার্ডের চিফ জেনারেল ম্যানেজার সুব্রত মণ্ডল বলেন, ‘‘রাজ্যে কৃষি পণ্য মজুতের জন্য গুদাম তৈরির পাশাপাশি, আরও বেশি কৃষি জমিকে সেচের আওতায় আনার উপরে জোর দেওয়া হবে।’’

অন্য দিকে, গ্রামাঞ্চলে যে সমস্ত জায়গায় ব্যাঙ্কিং পরিষেবা নেই সেখানে ৩,০০০ কৃষি সমবায় সমিতিকে ব্যাঙ্কে রূপান্তরিত করার পরিকল্পনা করেছে রাজ্য। রাজ্যের অর্থ সচিব এইচ কে দ্বিবেদী বলেন, সমিতিগুলির পরিকাঠামো গড়তে ১,০০০ কোটি টাকা ব্যয় করবে রাজ্য।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement