এ বার ইনফোসিসের পরিচালন পদ্ধতি নিয়ে মুখ খুললেন সংস্থার অন্যতম প্রতিষ্ঠাতা নারায়ণমূর্তি। আপত্তি জানালেন, পর্ষদের নেওয়া কিছু সিদ্ধান্তের বিরুদ্ধে। যার অন্যতম ইনফোসিস ছাড়ার জন্য রাজীব বনসলকে ৩০ মাসের বেতন (২৩ কোটি টাকা) দেওয়া। কেন এই সিদ্ধান্ত নেওয়া হল, তা নিয়ে প্রশ্ন তোলেন মূর্তি। তবে একই সঙ্গে জানান, সিইও হিসেবে বিশাল সিক্কার প্রতি তাঁর আস্থা আছে। পরিচালনায় ত্রুটির কথা অবশ্য উড়িয়েছেন সংস্থার স্বাধীন ডিরেক্টর কিরণ মজুমদার শ’।