DA Hike

প্রায় ১০ হাজার টাকা বাড়তে পারে বেতন! রঙের উৎসবে মেগা উপহার পাবেন কেন্দ্রীয় কর্মচারীরা?

রঙের উৎসবের মুখে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা বা ডিএ ঘোষণা করতে পারে নরেন্দ্র মোদী সরকার। এতে কতটা বাড়বে তাঁদের বেতন?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৭ মার্চ ২০২৫ ১২:১৫
Share:

প্রতীকী ছবি।

চলতি বছরের ১৪ মার্চ দেশ জুড়ে পালিত হবে রঙের উৎসব। তার ঠিক আগেই বড় উপহার পেতে পারেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা। আগামী সপ্তাহেই মহার্ঘ ভাতা (ডিয়ারনেস অ্যালাউন্স বা ডিএ) ঘোষণার রয়েছে প্রবল সম্ভাবনা। এ বারের দোলে কেন্দ্রীয় কর্মচারীদের জন্য কত শতাংশ ডিএ ঘোষণা করবে নরেন্দ্র মোদী সরকার? ইতিমধ্যেই তা নিয়ে তুঙ্গে উঠেছে জল্পনা।

Advertisement

অর্থ মন্ত্রক সূত্রে খবর, চলতি বছরের রঙের উৎসবে দু’শতাংশ মহার্ঘ ভাতা ঘোষণা করবে কেন্দ্র। বর্তমানে ৫৩ শতাংশ ডিএ পান কেন্দ্রীয় কর্মচারীরা। সেখানে আরও দু’শতাংশ যুক্ত হলে ডিএর পরিমাণ বেড়ে দাঁড়াবে ৫৫ শতাংশ। এর ফলে বৃদ্ধি পাবে মূল বেতন (বেসিক পে)। অর্থাৎ, বেতন বাবদ হাতে বেশি পরিমাণ টাকা পাবেন কেন্দ্রীয় কর্মচারীরা।

উল্লেখ্য, দোলের আগে প্রধানমন্ত্রীর নেতৃত্বে বসবে মন্ত্রিসভার বৈঠক। সেখানেই ডিএর ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সরকার। গত বছরের অক্টোবরে শেষ বার কেন্দ্রীয় কর্মচারীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি হয়। ফলে ডিএর পরিমাণ ৫০ শতাংশ থেকে বেড়ে ৫৩ শতাংশে গিয়ে পৌঁছয়।

Advertisement

ডিএ বৃদ্ধির ফলে উপকৃত হবেন অবসরপ্রাপ্ত কেন্দ্রীয় সরকারি কর্মচারীরাও। কিছুটা বৃদ্ধি পাবে তাঁদের পেনশনও। মূলত মূল্যবৃদ্ধির কথা মাথায় রেখে বছরে দু’বার মহার্ঘ ভাতা ঘোষণা করে কেন্দ্র। দোলের আগে নতুন ডিএ ঘোষণা হলে চলতি বছরের জানুয়ারি থেকে সেই আর্থিক সুবিধা পাবেন সরকারি কর্মচারীরা।

রঙের উৎসবের মুখে দু’শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধি হলে, কতটা বাড়বে বেতন? একটি উদাহরণের সাহায্যে ব্যাপারটা বুঝে নেওয়া যাক। ধরা যাক, কোনও কেন্দ্রীয় সরকারি কর্মচারীর মূল বেতন (বেসিক পে) ১৮ হাজার টাকা। এ বার দু’শতাংশ ভাতা ঘোষণা হলে ডিএর পরিমাণ বেড়ে দাঁড়াবে ৫৫। সে ক্ষেত্রে প্রতি মাসে সংশ্লিষ্ট কর্মচারীর মূল বেতনের সঙ্গে যুক্ত হবে অতিরিক্ত ৯ হাজার ৯০০ টাকা।

বর্তমানে ওই ব্যক্তি ৫৩ শতাংশ ডিএ পেয়ে থাকেন। অর্থাৎ মূল বেতনের (বেসিক পে) সঙ্গে অতিরিক্ত ৯ বাজার ৫৪০ টাকা পাচ্ছেন তিনি। আরও দু’শতাংশ ডিএ বৃদ্ধি হলে সংশ্লিষ্ট কর্মচারী ডিএ বাবদ অতিরিক্ত পাবেন ৩৬০ টাকা। কিন্তু, ডিএর অঙ্ক তিন শতাংশ বৃদ্ধি পেলে ওই ব্যক্তির মূল বেতনে (বেসিক পে) প্রতি মাসে যুক্ত হবে ১০ হাজার ৮০ টাকা। অর্থাৎ, মাসে ৫৪০ টাকা করে অতিরিক্ত পাবেন তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement