উদ্যোগে পিছিয়ে পড়া ঠেকাতে তহবিল

ম্প্রতি বেঙ্গল ন্যাশনাল চেম্বার (বিএনসিসিআই)-এর সঙ্গে গাঁটছড়া বাঁধার অনুষ্ঠানে এ কথা জানান এনএসডিসি-র এমডি-সিইও মণীশ কুমার। ছ’মাসে তহবিলের জন্য ৫০ কোটি টাকা সংগ্রহই তাঁদের লক্ষ্য ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৬ জুলাই ২০১৭ ০৯:১০
Share:

প্রতীকী ছবি।

কর্মসংস্থানের জন্য দক্ষতা বাড়ানোই ছিল মূল লক্ষ্য। এ বার সমাজে পিছিয়ে থাকা অথচ সম্ভাবনাময় উদ্যোগপতিদের ব্যবসায় উৎসাহ দিতে বিশেষ তহবিল ‘নির্বাণ’ গড়ছে ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কাউন্সিল (এনএসডিসি)। সম্প্রতি বেঙ্গল ন্যাশনাল চেম্বার (বিএনসিসিআই)-এর সঙ্গে গাঁটছড়া বাঁধার অনুষ্ঠানে এ কথা জানান এনএসডিসি-র এমডি-সিইও মণীশ কুমার। ছ’মাসে তহবিলের জন্য ৫০ কোটি টাকা সংগ্রহই তাঁদের লক্ষ্য ।

Advertisement

এ রাজ্যে উদ্যোগপতি গড়া ও তাঁদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যেই চুক্তি করেন কুমার ও বিএনসিসিআই প্রেসিডেন্ট সৌরজিৎ পালচৌধুরী। কুমার জানান, এ ধরনের উদ্যোগীরা ঋণ পেতে সমস্যায় পড়েন। তেমনই সরকারি অর্থ তাঁদের প্রকল্পে লগ্নির ঝুঁকিও রয়েছে। তাই সমাজের এগিয়ে থাকা মানুষরাই ‘এঞ্জেল ইনভেস্টর’ হিসেবে ওই তহবিল গড়ে তুলবেন। তবে এক একটি প্রকল্পে ঋণ বেশি হবে না। প্রথম বছরে সুদের হার শূন্য, দ্বিতীয় বছরে ৫% রাখা হতে পারে। ঋণ পেতে শুধু পুরনো ঋণ ফেরানোই মাপকাঠি নয়। বরং সেই উদ্যোগী ব্যবসা চালাতে বা ঋণ ফেরাতে কতটা আগ্রহী, না-পারলে কেন পারছেন না, ইত্যাদিও সমান গুরুত্বপূর্ণ।

তবে উদ্যোগী খোঁজাই গুরুত্বপূর্ণ, বলছেন কুমার। সে জন্যই তাঁরা ভরসা করছেন বিএনসিসিআই-এর মতো প্রতিষ্ঠানের উপর। জেলা স্তরে এমন বহু সম্ভাবনাময় উদ্যোপতির পুঁজির সমস্যার কথা জানান বিএনসিসিআই-এর ‘এন্টারপ্রাইজ্ অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট কাউন্সিল’-এর চেয়ারম্যান আশিস নন্দীও।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন