ম্যাক-ডি আপাতত খোলাই, দাবি বক্সীর

ম্যাকডোনাল্ডসের ওই সব দোকান চালানোর অধিকার ছিল কনট প্লাজা রেস্তোরাঁ লিমিটেডের (সিপিআরএল) হাতে। কিন্তু বক্সীর সঙ্গে মনোমালিন্যের জেরে সংস্থাটির সঙ্গে ২১ অগস্ট ফ্র্যাঞ্চাইজি চুক্তি বাতিল করে মার্কিন ফাস্ট ফুড চেনটি। জানায়, ১৫ দিনে ব্যবসা গোটাতে হবে সিপিআরএল-কে।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০১৭ ০২:৩৪
Share:

নিজস্বী: শহরে ম্যাকডোনাল্ডস রেস্তোরাঁর সামনে খুদে। ছবি: স্নেহাশিস ভট্টাচার্য।

উত্তর ও পূর্ব ভারতে সিপিআরএলের সঙ্গে ম্যাকডোনাল্ডসের ফ্র্যাঞ্চাইজি লাইসেন্স চুক্তি বাতিলের সিদ্ধান্তে স্থগিতাদেশের আবেদন খারিজ করল জাতীয় কোম্পানি আইন ট্রাইব্যুনালের আপিল কর্তৃপক্ষ (এনসিএলএটি)। যে আবেদন করেছিলেন সিপিআরএলের অন্যতম অংশীদার বিক্রম বক্সী। ফলে কলকাতা-সহ ভারতের এই অংশে ম্যাক-ডির ১৬৯টি দোকানের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ল। বিশেষত বৃহস্পতিবার এনসিএলএটি-র শুনানির পরে ম্যাকডোনাল্ডস যেখানে ফের মনে করিয়েছে গত বুধবার থেকেই লাইসেন্স বাতিলের নোটিস কার্যকর হওয়ার কথা। তবে এ দিন বক্সীর দাবি, ম্যাকডোনাল্ডসের ব্র্যান্ডের আওতাতেই এখন খোলা থাকছে দোকানগুলি।

Advertisement

ম্যাকডোনাল্ডসের ওই সব দোকান চালানোর অধিকার ছিল কনট প্লাজা রেস্তোরাঁ লিমিটেডের (সিপিআরএল) হাতে। কিন্তু বক্সীর সঙ্গে মনোমালিন্যের জেরে সংস্থাটির সঙ্গে ২১ অগস্ট ফ্র্যাঞ্চাইজি চুক্তি বাতিল করে মার্কিন ফাস্ট ফুড চেনটি। জানায়, ১৫ দিনে ব্যবসা গোটাতে হবে সিপিআরএল-কে। যার অর্থ, ৬ সেপ্টেম্বর অর্থাৎ গত বুধবার থেকেই ম্যাকডোনাল্ডসের নাম, লোগো ব্যবহার বা তাদের খাবার বিক্রির অধিকার হারিয়েছে দোকানগুলি। সেই সিদ্ধান্তের বিরুদ্ধেই এনসিএলএটি-তে গিয়েছিল সিপিআরএল।

বক্সী অবশ্য এ দিন বলেন, এ বিষয়ে সিপিআরএল পর্ষদ কোনও সিদ্ধান্ত না-নেওয়া পর্যন্ত ব্যবসা চালাবেন তাঁরা। তবে ম্যাকডোনাল্ডসের হুঁশিয়ারি, চুক্তি বাতিল কার্যকর করতে যাবতীয় আইনি অধিকার প্রয়োগ করবে তারা।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন