টাটাদের বিরুদ্ধে মিস্ত্রির সংস্থার আবেদন খারিজ

টাটাদের সঙ্গে মামলায় ধাক্কা খেলেন সাইরাস মিস্ত্রি। টাটা সন্স ও রতন টাটা-সহ ওই সংস্থার ডিরেক্টরদের বিরুদ্ধে তাঁর পরিবারের দু’টি সংস্থার দায়ের করা আদালত অবমাননার মামলা বুধবার খারিজ করল জাতীয় কোম্পানি আইন ট্রাইব্যুনাল (এনসিএলটি)।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৯ জানুয়ারি ২০১৭ ০২:০৩
Share:

টাটাদের সঙ্গে মামলায় ধাক্কা খেলেন সাইরাস মিস্ত্রি। টাটা সন্স ও রতন টাটা-সহ ওই সংস্থার ডিরেক্টরদের বিরুদ্ধে তাঁর পরিবারের দু’টি সংস্থার দায়ের করা আদালত অবমাননার মামলা বুধবার খারিজ করল জাতীয় কোম্পানি আইন ট্রাইব্যুনাল (এনসিএলটি)।

Advertisement

গত সপ্তাহেই এনসিএলটি-তে ওই মামলা দায়ের করেছিল দুই সংস্থা— সাইরাস ইনভেস্টমেন্টস প্রাইভেট লিমিটেড এবং স্টার্লিং ইনভেস্টমেন্টস কর্পোরেশন। তাদের অভিযোগ ছিল, টাটা সন্সের পরিচালন পর্ষদ থেকে সাইরাসকে সরাতে বিশেষ সাধারণ সভা (ইজিএম) ডাকার ক্ষেত্রে ট্রাইব্যুনালের নির্দেশ মানা হয়নি। মামলায় বিপক্ষদের জরিমানা ও হাজতবাসের শাস্তি দাবি করেছিল সংস্থা দু’টি। স্থগিত রাখতে বলেছিল ইজিএম-ও। এ দিন তাদের সেই মামলাই খারিজ করে দিয়েছে বেঞ্চ। জানিয়েছে, টাটা সন্সের পদক্ষেপকে আদালত অবমাননা বলা যায় না।

ট্রাইব্যুনালের এই নির্দেশের ফলে আগামী ৬ ফেব্রুয়ারি ওই ইজিএম ডাকার পথে আর কোনও বাধা রইল না টাটাদের ওই মূল সংস্থাটির সামনে। বেঞ্চ অবশ্য একই সঙ্গে সাইরাসের পারিবারিক সংস্থা দু’টিকে তিন দিনের মধ্যে এই ইজিএম ডাকা নিয়ে হলফনামা দায়ের করার স্বাধীনতা দিয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement