চিঠি পিএমও-কে

টেলিকম শিল্পে নতুন বিতর্ক

দ্বিধাবিভক্ত টেলিকম শিল্পে শুরু হয়েছে নতুন বিতর্ক। যার এক দিকে মুকেশ অম্বানীর রিলায়্যান্স জিও (আর-জিও)। অন্য দিকে, মূলত এ দেশে দীর্ঘ দিন ব্যবসা করা পুরনো টেলিকম সংস্থাগুলি।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১২ অগস্ট ২০১৬ ০২:৪৩
Share:

দ্বিধাবিভক্ত টেলিকম শিল্পে শুরু হয়েছে নতুন বিতর্ক। যার এক দিকে মুকেশ অম্বানীর রিলায়্যান্স জিও (আর-জিও)। অন্য দিকে, মূলত এ দেশে দীর্ঘ দিন ব্যবসা করা পুরনো টেলিকম সংস্থাগুলি।

Advertisement

এই বিতর্কে টেলিকম নিয়ন্ত্রক ট্রাই এবং আর-জিওর বিরুদ্ধে অভিযোগ জানানোর জন্য এ বার প্রধানমন্ত্রীর দফতর ও টেলিকম মন্ত্রীর কাছে সময় চেয়েছে টেলি সংস্থাগুলির সংগঠন সিওএআই। তবে আর-জিওর দাবি, তারা বেআইনি কিছু করেনি। পুরনোরাই অন্যায় ভাবে নেটওয়ার্কে বাধা সৃষ্টি করছে।

এখনও বাণিজ্যিক ভাবে পরিষেবা চালু না করলেও, পরীক্ষামূলক ভাবে পরিষেবা দিচ্ছে আর-জিও। কিন্তু সিওএআইয়ের অভিযোগ, পরীক্ষামূলক বলা হলেও বাস্তবে তার আড়ালে ১.৫০ লক্ষ গ্রাহকের জন্য পুরোদস্তুর পরিষেবা চালু করেছে সংস্থাটি। পাশাপাশি, পরোক্ষে নতুন সংস্থাকে সুবিধা পাইয়ে দিতে ‘কল কানেক্ট চার্জ’ নিয়ে আলোচনার সিদ্ধান্তের জন্য ট্রাইয়ের বিরুদ্ধেও প্রতিযোগিতার ভারসাম্য নষ্টের অভিযোগ তুলেছে। সিওএআইয়ের ডিজি রাজন এস ম্যাথুজ জানান, তাঁরা শুক্রবার টেলিকম সচিবের সঙ্গে দেখা করবেন। পরে টেলিকম মন্ত্রী ও প্রধানমন্ত্রীর দফতরের কাছেও সময় চেয়েছেন তাঁরা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement