ছোট শিল্পের মন জয়ে এক ডজন প্রতিশ্রুতি

নোটবন্দি আর তড়িঘড়ি জিএসটি চালুর জোড়া ধাক্কায় মুখ ফিরিয়ে নেওয়া ক্ষুদ্র-ছোট-মাঝারি শিল্পের মন ফিরে পেতে এক ডজন সুবিধার কথা ঘোষণা করলেন নরেন্দ্র মোদী।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৩ নভেম্বর ২০১৮ ০১:২১
Share:

নোটবন্দি আর তড়িঘড়ি জিএসটি চালুর জোড়া ধাক্কায় মুখ ফিরিয়ে নেওয়া ক্ষুদ্র-ছোট-মাঝারি শিল্পের মন ফিরে পেতে এক ডজন সুবিধার কথা ঘোষণা করলেন নরেন্দ্র মোদী।

Advertisement

প্রধানমন্ত্রীর দাবি, এই সমস্ত ঐতিহাসিক সিদ্ধান্তের দৌলতে দীপাবলির রোশনাই উঠে আসবে ওই শিল্পের উঠোনে। ঘোষণাগুলিকে স্বাগত জানিয়ে দ্রুত কার্যকর করার আর্জি জানিয়েছে ছোট-মাঝারি সংস্থার সংগঠন ফ্যাকসি, ফসমি-সহ সংশ্লিষ্ট মহলও। কিন্তু প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরমের কটাক্ষ, নোট বাতিলের সিদ্ধান্তে যে শিল্পকে ২০১৭-১৮ সালে ‘মেরে ফেলা’ হল, তাকে এখন নতুন করে বাঁচিয়ে তোলা হবে কী ভাবে? তেমন কোনও জাদুদণ্ডের খোঁজ কি পেয়েছে সরকার?

এ দিনের ঘোষণায় ভোটের মুখে নোটবন্দির ক্ষতে মলম লাগানোর চেষ্টা স্পষ্ট। কেন্দ্র জানে, নোটবন্দিতে ব্যবসা সবচেয়ে ধাক্কা খেয়েছে ছোট-মাঝারি সংস্থার। জিএসটির জটিলতাতেও ক্ষুব্ধ তারা। অথচ এই ক্ষেত্রের বড় অংশ বিজেপির অন্যতম ভোটব্যাঙ্ক। তাই এই প্রতিশ্রুতি রাজনৈতিক ভাবেও জরুরি ছিল বলে ধারণা অনেকের।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement