কলকাতা-ঢাকা পথে নয়া উড়ান

কলকাতা থেকে ঢাকায় উড়ান চালু করল স্পাইসজেট। প্রতি দিন সকালে ৭৮ আসনের এই ছোট কিউ ৪০০ বিমান কলকাতা থেকে উড়ে ঢাকায় গিয়ে ফিরে আসবে শহরে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ মার্চ ২০১৭ ০১:১৭
Share:

সূচনা: যাত্রা শুরু নতুন উড়ানের। বৃহস্পতিবার। নিজস্ব চিত্র

কলকাতা থেকে ঢাকায় উড়ান চালু করল স্পাইসজেট। প্রতি দিন সকালে ৭৮ আসনের এই ছোট কিউ ৪০০ বিমান কলকাতা থেকে উড়ে ঢাকায় গিয়ে ফিরে আসবে শহরে।

Advertisement

এই রুটে ইতিমধ্যেই এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস, জেট উড়ান চালাচ্ছে। বাংলাদেশ বিমান ছাড়াও সে দেশের নোভো, রিজেন্ট এবং ইউএস বাংলা নামের তিনটি বেসরকারি বিমানসংস্থাও নিয়মিত উড়ান চালাচ্ছে কলকাতা-ঢাকা রুটে।

স্পাইসজেট জানিয়েছে, বৃহস্পতিবার ভোরের প্রথম উড়ানে যাতায়াতের দু’পিঠেই সমস্ত আসনের টিকিট বিক্রি হয়ে গিয়েছিল। এমনকী, আগামী ১৫ দিনের জন্য উড়ানের প্রায় ৮৫ শতাংশ আসনও ভর্তি হয়ে গিয়েছে। ফলে, ইতিমধ্যেই ঢাকাতেই দ্বিতীয় উড়ান চালানোর জন্য আবেদন করেছে স্পাইস। সংস্থার এক কর্তার কথায়, ‘‘এটা সকালে চলছে। ওটা সন্ধ্যায় চলবে। দু’টি উড়ানেই ভাল সংখ্যক যাত্রী আশা করছি আমরা। সব ঠিকঠাক চললে এক মাসের মধ্যে সন্ধ্যার উড়ান চালু হয়ে যাবে।’’

Advertisement

গত অক্টোবরে কলকাতায় এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেছিলেন স্পাইসজেটের সিএমডি অজয় সিংহ। সেখানে মুখ্যমন্ত্রী ছোট রুটে উড়ান চালানোর অনুরোধ করেন। তার পরে দিল্লি থেকে তিনটি ছোট বম্বার্ডিয়ার কিউ ৪০০ বিমান তুলে এনে কলকাতায় রাখা হয়েছে। সেই তিনটি বিমান দিয়েই একের পর এক ছোট রুটে উড়ান চালাতে শুরু করেছে স্পাইস। স্পাইস কর্তার কথায়, ‘‘এই ছোট প্রপেলারচালিত বিমান দিয়ে কলকাতা থেকে আইজল, শিলচর, গুয়াহাটি, বাগডোগরা ও বিশাখাপত্তনমে উড়ান চালানো হচ্ছে।’’

সস্তার বিমানসংস্থা হিসেবে তারাই প্রথম কলকাতা-ঢাকা রুটে উড়ান শুরু করল বলেও এ দিন দাবি করেছে স্পাইস। সংস্থা জানায়, আগামী তিন দিন ওই উড়ান সকাল ৬টা ১০ মিনিটে কলকাতা থেকে ঢাকা ঘুরে সাড়ে আটটায় ফিরে আসবে। ২৬ মার্চ থেকে গ্রীষ্মকালীন উড়ানসূচিতে উড়ানটি এক ঘণ্টা পরে কলকাতা থেকে ছাড়বে। ফিরবে ঘণ্টা খানেক পর।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন