প্রাপ্তবয়স্ক ডায়াবেটিস রোগীদের জন্য বাজারে নতুন ওষুধ আনল এলি লিলি। সংস্থার দাবি, সপ্তাহে এক দিন একটি ই়ঞ্জেকশন নিলেই চলবে। আর তাতে রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণে থাকবে। ট্রুলিসিটি নামের ওই ওষুধটি শুধুমাত্র ডাক্তারের প্রেসক্রিপশনের ভিত্তিতেই বিক্রি হবে বলে জানিয়েছে এলি লিলি।