রাজ্যের বাইরে পা রাখছে কলকাতার নির্মাণ সংস্থা সৃষ্টি ইনফ্রাস্ট্রাকচার। মুম্বইয়ের আবাসন প্রকল্পের হাত ধরেই ভিন্ রাজ্যে ব্যবসা শুরু করছে তারা। সংস্থার প্রধান সুনীল ঝা জানান, মুম্বইয়ের শিবাজি পার্ক অঞ্চলে ১৮০ কোটি টাকা লগ্নিতে ৪২ তলা বাড়ি তৈরি করছে সংস্থা। ২০১৮ সালে তা তৈরি হয়ে যাবে বলে দাবি তাদের। গুয়াহাটিতে ২৫০ একরে উপনগরী তৈরি করছে সংস্থা। প্রথম দফায় লগ্নি ১৫০ কোটি। প্রকল্পে আবাসন ছাড়াও তৈরি হবে স্কুল, হাসপাতাল, হোটেল ইত্যাদি পরিকাঠামো।