নীতি আয়োগের নিশানা ২০২২

ভোটে চোখ, স্বপ্ন ফেরি পাঁচ বছরেরই  

মোদী জমানায় যোজনা কমিশন উঠে নীতি আয়োগ আসার পরে ঠিক হয়, পঞ্চবার্ষিকী পরিকল্পনার বদলে তৈরি হবে ১৫ বছরের ‘ভিশন ডকুমেন্ট’। তার মধ্যে থাকবে ৩ বছরের ‘অ্যাকশন প্ল্যান’ ও ৭ বছরের ‘স্ট্র্যাটেজি ডকুমেন্ট’।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২০ ডিসেম্বর ২০১৮ ০২:২৯
Share:

প্রতিশ্রুতি: নীতি আয়োগের ‘কৌশল’ প্রকাশে জেটলি। পিটিআই

নরেন্দ্র মোদী দিল্লির মসনদে বসার পরে ইতিহাস হয়ে গিয়েছে যোজনা কমিশন। সঙ্গে তার পঞ্চবার্ষিকী পরিকল্পনাও। কিন্তু অতীত হয়ে যাওয়া পাঁচ বছরের সেই পরিকল্পনাই যেন ফিরে এল যোজনা কমিশন ভেঙে তৈরি হওয়া নীতি আয়োগের হাত ধরে! সৌজন্যে স্বাধীনতার ৭৫ বছর পূর্তিকে সামনে রেখে ২০২২ সালে প্রধানমন্ত্রীর নতুন ভারত গড়ার স্বপ্ন ফেরি। শুধু তা-ই নয়, ওই স্বপ্নকে সত্যি করতে যে রণকৌশল তারা প্রকাশ করেছে, তার মধ্যেও বিস্তর ফাঁক খুঁজে পাচ্ছেন বিশেষজ্ঞরা।

Advertisement

মোদী জমানায় যোজনা কমিশন উঠে নীতি আয়োগ আসার পরে ঠিক হয়, পঞ্চবার্ষিকী পরিকল্পনার বদলে তৈরি হবে ১৫ বছরের ‘ভিশন ডকুমেন্ট’। তার মধ্যে থাকবে ৩ বছরের ‘অ্যাকশন প্ল্যান’ ও ৭ বছরের ‘স্ট্র্যাটেজি ডকুমেন্ট’। নীতি আয়োগের প্রাক্তন উপাধ্যক্ষ অরবিন্দ পানাগাড়িয়া ৩ বছরের ‘অ্যাকশন প্ল্যান’ তৈরি করেওছিলেন। কিন্তু তাঁর বিদায়ের পরে সে সম্পর্কেও কোনও কথা আর শোনাই যায় না।

নীতি আয়োগের উপাধ্যক্ষ রাজীব কুমার মানছেন, প্রধানমন্ত্রী যেহেতু ২০২২ সালে নতুন ভারত গড়ার লক্ষ্য স্থির করেছেন, তাই ৭ বছরের বদলে ৫ বছরের ‘স্ট্র্যাটেজি’ বা কৌশল তৈরি করা হল। ২০২২-এর আগে অবশ্য আর পাঁচ বছরও বাকি নেই। তাই বলা হচ্ছে টেনেটুনে পাঁচ অর্থবর্ষের কথা। ২০১৮-১৯ থেকে ২০২২-২৩। আর তিন বছরের ‘অ্যাকশন প্ল্যান’ নিয়ে তাঁর যুক্তি, শিক্ষা থেকে স্বাস্থ্য— মোদী সরকারের নানা পদক্ষেপে তার প্রতিফলন দেখা যাচ্ছে।

Advertisement

২০১৯ সালের লোকসভা ভোটে ক্ষমতায় ফেরা নিশ্চিত, মূলত এই বার্তা দিতেই প্রায়শই ২০২২-এ নতুন ভারতের স্বপ্ন ফেরি করেন মোদী। বলেন, ওই বছরের মধ্যে দারিদ্র, দুর্নীতি, আবর্জনা, সন্ত্রাসবাদ, জাতপাত, সাম্প্রদায়িকতামুক্ত ভারতের সঙ্কল্প। তা পূরণ করতে নীতি আয়োগের প্রথম লক্ষ্য, ওই বছরে ভারতের অর্থনীতির মাপ ৪ লক্ষ কোটি ডলারে নিয়ে যাওয়া। এখন যা প্রায় ২.৭ লক্ষ কোটি ডলার। নীতি আয়োগের দাবি, ওই সাফল্য আসবে ৮% বার্ষিক বৃদ্ধির কাঁধে চেপে। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, বাস্তবে তা ৭ শতাংশের উপরে নিয়ে যেতেই নাভিশ্বাস উঠছে কেন্দ্রের।

এ দিন ‘স্ট্র্যাটেজি ফর নিউ ইন্ডিয়া@৭৫’ নামে এই রণকৌশল প্রকাশ করে অর্থমন্ত্রী অরুণ জেটলি বলেন, ‘‘লক্ষ্য, বেসরকারি ক্ষেত্রের প্রসার। চড়া হারে বৃদ্ধি। আর তার সুফল কুড়িয়ে মানুষকে দারিদ্রসীমার নীচ তুলে আনা।’’ সেখানেও প্রশ্ন, এখনও তার হদিস কোথায়?

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement