দেশের বৃহত্তম বেসরকারি উড়ান সংস্থা পর পর দু’দিন উড়ান বাতিল করেছে। সংকটে যাত্রীরা। পরিস্থিতি স্বাভাবিক করার নির্দেশ দিয়েছে ডিজিসিএ। বিমান সংস্থা বলছে, সাত দিনের মধ্যে বাতিল উড়ানের টিকিটের দাম ফিরিয়ে দেওয়া হবে। তবে, যাত্রা ভণ্ডুলের জন্য যে বাকি ক্ষয়ক্ষতি, তার কী হবে? কেন এত বড় সংস্থা এমন সংকটের মুখে পড়ল? উত্তর নেই যাত্রীদের কাছে। কেন্দ্রের ‘মনোপলি’র বিরুদ্ধে সরব বিরোধীরা।