দু’টি জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা মাল্যের বিরুদ্ধে

এক দিনে জোড়া ধাক্কা। শুক্রবার কিংগ্‌ফিশার এয়ারলাইন্স কর্ণধার বিজয় মাল্যের বিরুদ্ধে দু’টি জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করল দিল্লির দুই জেলা আদালত।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৫ নভেম্বর ২০১৬ ০৩:২১
Share:

এক দিনে জোড়া ধাক্কা। শুক্রবার কিংগ্‌ফিশার এয়ারলাইন্স কর্ণধার বিজয় মাল্যের বিরুদ্ধে দু’টি জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করল দিল্লির দুই জেলা আদালত। একটি পরোয়ানা জারি হয়েছে মাল্যের বিমান সংস্থাটির চেক বাউন্সের মামলায়। অন্যটি তৎকালীন বিদেশি মুদ্রা নিয়ন্ত্রণ আইন (ফেরা) লঙ্ঘনের কারণে।

Advertisement

২০১২ সালের ফেব্রুয়ারিতে দিল্লি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টকে কিংগ্‌ফিশারের দেওয়া একটি এক কোটি টাকার চেক বাউন্স করা নিয়ে মামলায় এ দিন মাল্যের বিরুদ্ধে পরোয়ানা জারি করেছে আদালত। বিদেশ মন্ত্রক মারফত লন্ডনে মাল্যের কাছে তা পাঠানোর নির্দেশও দেওয়া হয়েছে। আগামী ৪ ফেব্রুয়ারি ফের এই মামলার শুনানি হবে। প্রসঙ্গত, দিল্লি বিমানবন্দর কর্তৃপক্ষ ২০১২ সালের জুনে কিংগ্‌ফিশারের বিরুদ্ধে মোট ৭.৫ কোটি টাকার চেক বাউন্সের অনেকগুলি মামলা করেছিল।

এ দিনই নয়াদিল্লিতে অপর এক জেলা আদালতে ফেরা লঙ্ঘনের জন্যও মাল্যের বিরুদ্ধে পরোয়ানা জারি হয়। তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) ফেরা লঙ্ঘন মামলায় মাল্যকে চার বার সমন পাঠালেও, হাজির হননি তিনি। এ জন্য শুক্রবার কড়া ভাষায় ভর্ৎসিতও হয়েছেন কিংগ্‌ফিশার কর্তা। ইডি-কে এই পরোয়ানা কার্যকর করতে নির্দেশ দেওয়া হয়েছে। এর পরের শুনানি ২২ ডিসেম্বর।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement