বাড়ল ভর্তুকিহীন রান্নার গ্যাস, বিমান জ্বালানির দাম

এক ধাক্কায় অনেকখানি বাড়ানো হল ভর্তুকিহীন রান্নার গ্যাস সিলিন্ডার ও বিমান জ্বালানি এটিএফের দাম। এর ফলে কলকাতার বাজারে ১৪.২ কেজির ওই ভর্তুকিহীন সিলিন্ডারের দাম দাঁড়িয়েছে (কর যোগ করে) ৬৬১.৫০ টাকা। যা আগের থেকে ১২.৫০ টাকা বেশি। বাণিজ্যিক কাজে ব্যবহারের জন্য ১৯ কেজির সিলিন্ডারের দরও কলকাতায় বেড়ে হয়েছে ১২২৯ টাকা।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০২ জুন ২০১৫ ০৩:২৯
Share:

এক ধাক্কায় অনেকখানি বাড়ানো হল ভর্তুকিহীন রান্নার গ্যাস সিলিন্ডার ও বিমান জ্বালানি এটিএফের দাম। এর ফলে কলকাতার বাজারে ১৪.২ কেজির ওই ভর্তুকিহীন সিলিন্ডারের দাম দাঁড়িয়েছে (কর যোগ করে) ৬৬১.৫০ টাকা। যা আগের থেকে ১২.৫০ টাকা বেশি। বাণিজ্যিক কাজে ব্যবহারের জন্য ১৯ কেজির সিলিন্ডারের দরও কলকাতায় বেড়ে হয়েছে ১২২৯ টাকা। অন্য দিকে, দেশ জুড়ে এটিএফের দাম কিলোলিটার পিছু ৭.৫% বাড়িয়েছে তেল সংস্থাগুলি। তাদের দাবি, বিশ্ব বাজারে তেলের দাম বাড়ার কারণেই এই সব পদক্ষেপ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement