—প্রতীকী চিত্র।
অনলাইনে লেনদেন বৃদ্ধির সঙ্গে তাল মিলিয়ে বেড়েছে প্রতারণা। আর তার মধ্যে অন্যতম যে বিষয়টি দেশ জুড়ে ত্রাস তৈরি করেছে, তা হল ‘ডিজিটাল অ্যারেস্ট’ বা অনলাইনে গ্রেফতারি। সংশ্লিষ্ট মহলের দাবি, এ ক্ষেত্রে সাধারণ মানুষই প্রতারকদের নিশানা। নানা বিষয়ে আইন ভাঙার অভিযোগে গ্রেফতারির ভয় দেখিয়ে প্রতারকেরা ঘণ্টার পর ঘণ্টা তাঁদের নেট মাধ্যমে আটকে রেখে অ্যাকাউন্ট থেকে টাকা হাতিয়ে নিচ্ছে। এমন ঘটনা দেশে ক্রমশ বাড়ছে বলে অভিযোগ। এই পরিস্থিতিতে দেশবাসীকে এর থেকে রক্ষা করতে কিছু পরামর্শ দিল আর্থিক লেনদেন নিয়ন্ত্রক ‘ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অব ইন্ডিয়া’ (এনপিসিআই)। এ নিয়ে তাদের জারি করা বিবৃতিতে বলা হয়েছে—
এনপিসিআই-এর তরফে জানানো হয়েছে, জালিয়াতেরা দ্রুত সমস্যা মেটানোর জন্য অর্থের দাবি করে। এতেই বুঝে নিতে হবে প্রতারকের খপ্পরে পড়েছেন। ফলে তখন ফোন কেটে যথাযথ জায়গায় অভিযোগ জানানোই শ্রেয়।
ডিজিটাল গ্রেফতারি কী
এক ধরনের নেট জালিয়াতি। যেখানে প্রতারকেরা ফোন মারফত (অডিয়ো বা ভিডিয়ো) আইনের রক্ষক হিসেবে ভুয়ো পরিচয় দেয়। আর্থিক নয়ছয় যুক্ত বলে বা অন্য কোনও ভাবে আইন লঙ্ঘনের অভিযোগ তুলে সংশ্লিষ্ট ব্যক্তিকে বা পরিবারের কোনও সদস্যকে গ্রেফতার করার ভয় দেখায়। সমস্যা কাটাতে তারা টাকা চায়। ডিজিটাল অ্যারেস্টের ঘটনায় শেষ ক’বছরে ৩০০০ কোটি টাকার বেশি খুইয়েছেন দেশের মানুষ।
প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর
সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ
সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে