কেজি বেসিনে ৫০৭ কোটি ডলার লগ্নি করবে ওএনজিসি

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ২৯ মার্চ ২০১৬ ০২:৩৬
Share:

কৃষ্ণা-গোদাবরী অববাহিকায় (কেজি বেসিন) ৫০৭ কোটি ডলার (৩৩,৯৬৯ কোটি টাকা) ঢালবে ওএনজিসি। সোমবার এ কথা জানিয়ে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাটির দাবি, বঙ্গোপসাগরে তাদের কেজি-ডি৫ ব্লকে ১০টি ভাণ্ডার থেকে তেল ও গ্যাস উৎপাদনের জন্যই এই বিনিয়োগ। যাতে সায় দিয়েছে পরিচালন পর্ষদ। তবে সেই উৎপাদন শুরু করতে এক বছর দেরি হয়ে যাবে বলে জানিয়েছেন সংস্থা কর্তৃপক্ষ। সে ক্ষেত্রে তাঁদের অভিযোগ, গভীর সমুদ্রের মতো দুর্গম অঞ্চলে উত্তোলিত গ্যাসের বেশি দাম ধার্য করায় কেন্দ্রের সায় দিতে দেরি করাই এর কারণ। ওএনজিসি-র চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর ডিকে শরাফ জানান, প্রথম গ্যাস উৎপাদন হবে ২০১৯ সালের জুন নাগাদ। আর তেল ২০২০ সালের মার্চ থেকে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন