Online Shopping Fraud

অনলাইন কেনাকাটায় হ্যাকার হানা! কী ভাবে সুরক্ষিত রাখবেন ক্রেডিট বা ডেবিট কার্ড?

অনলাইন কেনাকাটার সময়ে ক্রেডিট বা ডেবিট কার্ডের তথ্য হাতিয়ে হ্যাকারদের বিরুদ্ধে অ্যাকাউন্ট ফাঁকা করার ভুরি ভুরি অভিযোগ রয়েছে। কী ভাবে এই বিপদ এড়াবেন গ্রাহক?

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২২ ডিসেম্বর ২০২৪ ১৮:২৬
Share:

—প্রতীকী ছবি।

অনলাইন কেনাকাটা বৃদ্ধির সঙ্গে সঙ্গেই পাল্লা দিয়ে বাড়ছে সাইবার অপরাধ। ক্রেডিট বা ডেবিট কার্ডের তথ্য হাতিয়ে টাকা গায়েবের ভুরি ভুরি অভিযোগ দায়ের হচ্ছে পুলিশের খাতায়। নিজের সঞ্চিত অর্থ যাতে খোয়াতে না হয়, তার জন্য সতর্ক হওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞেরা। কিন্তু কী ভাবে ক্রেডিট বা ডেবিট কার্ডের তথ্য সুরক্ষিত রাখবেন গ্রাহক? আনন্দবাজার অনলাইনের এই প্রতিবেদনে রইল তার হদিশ।

Advertisement

সাইবার বিশেষজ্ঞদের পরামর্শ হল, সর্বদাই ই-কমার্সের দুনিয়ায় প্রতিষ্ঠিত ওয়েবসাইট থেকে কেনাকাটা করা উচিত। এই ধরনের ওয়েবসাইটে লগইনের সময়ে ব্রাউজারের ঠিকানা ‘https://’ দিয়ে শুরু হচ্ছে কিনা, তা দেখে নিতে হবে। তা ছাড়া ঠিকানা বারে লক আইকনটি থাকা জরুরি। সেটি থাকলে ‘সিকিউর সকেট লেয়ার’ দ্বারা সুরক্ষিত থাকে গ্রাহকের যাবতীয় তথ্য।

দ্বিতীয়ত, অপরিচিত ওয়েবসাইটে ঢুকে অনলাইন কেনাকাটা না করাই ভাল। সে ক্ষেত্রে গ্রাহকের আর্থিক তথ্য হ্যাকারদের হাতে পড়ার সম্ভাবনা বেশি রয়েছে। পরিচিত কোনও ব্যক্তির নেতিবাচক অভিজ্ঞতা হলে, সংশ্লিষ্ট ই-কমার্স সাইটে লগইনের আগে অন্তত ১০বার ভাবা উচিত বলে মনে করেন সাইবার বিশেষজ্ঞেরা।

Advertisement

অনলাইনে কেনাকাটার ক্ষেত্রে অনেক সময়ে বিভিন্ন ধরনের অফার দেয় ই-কমার্স সাইট। এর মধ্যে অন্যতম হল, পণ্যের দাম মেটানোর ক্ষেত্রে পাসওয়ার্ড ছাড়া ভার্চুয়াল পেমেন্টের অপশন। কোন অবস্থাতেই এর মাধ্যমে টাকা মেটানো উচিত নয়। এতে গ্রাহকের তথ্য সহজে হাতিয়ে নেওয়ার সুবর্ণ সুযোগ পেয়ে যান হ্যাকাররা।

এ ছাড়া সাইবার বিশেষজ্ঞেরা পাবলিক ওয়াইফাই এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন। ডেবিট বা ক্রেডিট কার্ডের মাধ্যমে কোনও বিল মেটানোর ক্ষেত্রে মোবাইল ফোনের ইন্টারনেট ব্যবহার করতে বলেছেন তাঁরা। পাশাপাশি, প্রতিটি অ্যাকাউন্টকে পাসওয়ার্ড দিয়ে লক রাখতে বলেছেন বিশেষজ্ঞেরা। ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়মিত পরীক্ষা করার পরামর্শ দিয়েছেন তাঁরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement