লক্ষ্য, নগদহীন লেনদেনে গতি আনা

অনলাইনে টাকা নিলে ছোট ব্যবসাকে করছাড়

নগদহীন লেনদেনে গতি আনার লক্ষ্যে এ বার ছোট ব্যবসাগুলির জন্য করছাড় পাওয়ার বিশেষ সুযোগ আনল কেন্দ্র।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২০ ডিসেম্বর ২০১৬ ০২:৪৩
Share:

নগদহীন লেনদেনে গতি আনার লক্ষ্যে এ বার ছোট ব্যবসাগুলির জন্য করছাড় পাওয়ার বিশেষ সুযোগ আনল কেন্দ্র।

Advertisement

ব্যবসার ক্ষেত্রে অনলাইন বা ডিজিটাল ব্যবস্থায় এবং শুধুমাত্র ব্যাঙ্কের চেকের মাধ্যমে জিনিসপত্রের দাম নেওয়া হলে এ বার থেকে করছাড় পাওয়া যাবে। তবে যে-সমস্ত ব্যবসার পরিমাণ বছরে ২ কোটি টাকা পর্যন্ত, তাদের ক্ষেত্রেই এই নতুন ব্যবস্থা প্রযোজ্য হবে। এই মর্মে ১৯৬১ সালের আয়কর আইন সংশোধন করার সিদ্ধান্তও নিয়েছে কেন্দ্রীয় সরকার। ২০১৬’-১৭ আর্থিক বছর থেকেই তা কার্যকর হওয়ার কথা।

কেন্দ্রের তরফে জানানো হয়েছে, নতুন ব্যবস্থা চালু করার জন্য আয়কর আইনের ৪৪এডি ধারাটি সংশোধন করা হবে। আর তা করা হবে ২০১৭ সালে আর্থিক বিলের মাধ্যমেই।

Advertisement

এখন আয়কর আইনের ৪৪এডি ধারা অনুযায়ী, যে-সব ব্যবসায় লেনদেন চলে ২ কোটি টাকা পর্যন্ত, আদপে তাদের নিট মুনাফা যাই দাঁড়াক না কেন, লাভ ৮ শতাংশ ধরে তার উপরে আয়কর হিসাব করা হয়। নগদহীন লেনদেনে জোর দিতে তাই নতুন ব্যবস্থায় বলা হয়েছে— পণ্য বিক্রির পরে তার দাম ব্যাঙ্কের চেকে অথবা ডিজিটাল ব্যবস্থায় নেওয়া হলে সেই মুনাফা ৮ শতাংশের পরিবর্তে ৬ শতাংশ ধরা হবে। ফলে ছোট ব্যবসায়ীদের তখন ৬ শতাংশ মুনাফার উপর আয়কর মেটালেই চলবে, প্রকৃত ব্যবসার পরিমাণ যা-ই হোক না কেন।

কোনও ক্ষেত্রে আবার দাম আংশিক ভাবে ব্যাঙ্কের চেকে, ক্রেডিট/কার্ডে বা অন্য কোনও ডিজিটাল ব্যবস্থায় নেওয়া হলে, শুধুমাত্র ওই অংশের উপর ৬ শতাংশ মুনাফা ধরা হবে।

যেমন, কোনও ব্যবসায়ী বছরে দেড় কোটি টাকা অনলাইন লেনদেন ব্যবস্থায় আদায় করলে এবং বাকি ৫০ লক্ষ নগদে নিলে, দেড় কোটি টাকার উপর ৬ শতাংশ এবং নগদে নেওয়া ৫০ লক্ষের উপর ৮ শতাংশ হারে মুনাফা ধরে আয়কর মেটাবেন।

কেন্দ্রীয় সরকারের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন আয়কর বিশেষজ্ঞরা। অল ইন্ডিয়া ফেডারেশন অব ইনকাম ট্যাক্স প্র্যাক্টিশনার্সের সহ-সভাপতি নারায়ণ জৈন বলেন, ‘‘ব্যবসার ক্ষেত্রে ডিজিটাল ব্যবস্থা চালু করায় এই পদক্ষেপ বিশেষ কার্যকর হবে বলে আমার বিশ্বাস। শুধুমাত্র ২ কোটি টাকার ব্যবসার ক্ষেত্রেই নয়, আরও বেশি অঙ্কের ব্যবসাতেও আয়কর ছাড়ের সুবিধা দিলে ডিজিটাল ব্যবস্থায় লেনদেনের ক্ষেত্রে ব্যবসায়ীরা উৎসাহিত হবেন।’’

ছোট শিল্পের সংগঠন ফেডারেশন অব অ্যাসোসিয়েশন্স অব কটেজ অ্যান্ড স্মল ইন্ডাস্ট্রিজ বা ফ্যাক্সি-র প্রেসিডেন্ট হিতাংশু গুহ বলেন, ‘‘এ রকম করছাড় পেলে ছোট সংস্থাগুলি যে লাভবান হবে সেটা ঠিক। তবে একই সঙ্গে এই ব্যবস্থা রূপায়ণের জন্য যথাযথ পরিকাঠামো গড়ে তোলাও জরুরি। কারণ, এই ধরনের বহু ছোট ছোট ব্যবসার ধরন এমনই যে, সেখানে সব সময়ে পণ্য লেনদেনের ক্ষেত্রে অনলাইনে টাকা নেওয়ার সুযোগ না-ও থাকতে পারে।’’ সে ক্ষেত্রে হিতাংশুবাবুর দাবি, সমস্ত ছোট ব্যবসায়ীর কাছে এই ব্যবস্থার প্রকৃত সুযোগ পৌঁছে দিতে গেলে অসুবিধার জায়গাগুলো মাথায় রেখেই সমাধানসূত্র খুঁজতে হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন