—প্রতীকী চিত্র।
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে অবাধ বাণিজ্য চুক্তি নিয়ে মোদী সরকারকে দুষল বিরোধী শিবির। কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশের অভিযোগ, দূষণ কমাতে অন্য দেশের পণ্যে ইউরোপের চাপানো কার্বন কর থেকে ভারতের অ্যালুমিনিয়াম ও ইস্পাত শিল্পকে বাঁচাতে ব্যর্থ মোদী সরকার। পরে অন্য পণ্যেও এই কর চাপলে চুক্তিতে ভারতের সব সুবিধা কার্যত মুছে যাবে। তিনি উদ্বিগ্ন ইউরোপে স্বাস্থ্য ও পণ্য সুরক্ষার চড়া মান রক্ষা নিয়েও। যা চুক্তির পরে ভারতীয় পণ্যে কার্যকর হবে। এটাও দাবি, ওষুধ, গাড়ির মতো ক্ষেত্রে ভারতের শুল্কছাড়ে ইউরোপের রফতানি ধাক্কা দেবে দেশীয় শিল্পকে। তবে সরকারি সূত্রের খবর, ভারত-ইইউ কার্বন করের বিষয়টি নিয়ে পদক্ষেপ করতে রাজি হয়েছে।
চুক্তিতে ঠিক হয়েছে, ভারতের রফতানির ৯৯.৫ শতাংশে ইইউ শুল্ক কমাবে। ৯০.৭% ক্ষেত্রে শুল্ক বসবে না। ভারত ইইউ থেকে আমদানির ৯৭.৫% ক্ষেত্রে শুল্ক ছাড় দেবে। বুধবার মূল্যায়ন সংস্থা মুডি’জ়-এর দাবি, এই সিদ্ধান্ত ভারতে উৎপাদন বাড়াতে ও বিদেশি লগ্নি টানতে সাহায্য করবে। তার হাত ধরে বাড়তে পারে এ দেশের মূল্যায়ন। যদিও একাংশের অভিযোগ, ইইউ-র বেশি পণ্য শূন্য শুল্কের সুবিধা পাচ্ছে। এ ক্ষেত্রেও প্রশ্ন তুলেছেন বিরোধীরা। রমেশের আশঙ্কা ইইউ থেকে ভারতে আসতে চলা ৯৬% বিনা শুল্কের পণ্য নিয়ে। বাণিজ্যমন্ত্রী পীযূষ গয়ালের অবশ্য কংগ্রেসের সমালোচনা করে জবাব দিয়েছেন, চুক্তির উদ্দেশ্য দু’পক্ষের সমান সমান সুবিধা পাওয়া। যা আর্থিক বৃদ্ধিতে জ্বালানি জোগাবে। উন্নতি হবে ব্যবসা এবং দেশের মানুষের।
প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর
সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ
সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে