Tollywood Gossip

‘নায়ক’ বন্ধু এমন করবেন আশা করেননি, মুখ দেখাদেখি বন্ধ টলিপাড়ার আলোচিত নায়ক-নায়িকার?

একসঙ্গে অনেক ছবিতেই দেখা গিয়েছে তাঁদের। সম্প্রতি, একটি কারণ নিয়ে এমন পরিস্থিতি তৈরি হয় যে নায়িকা গোসা করে মেসেজ করেন নায়ককে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ জানুয়ারি ২০২৬ ১১:১১
Share:

কী হল দুই বন্ধুর মধ্যে? —প্রতীকী চিত্র।

আজ আড়ি তো কাল ভাব! টলিপাড়ার এ যেন নিত্যকার দৃশ্য। কখন যে কে কার প্রিয় হয়ে ওঠে, তা বোঝাও খুব কঠিন ব্যাপার। টলিপাড়ার অন্দরের ফিসফাস, প্রায় মুখ দেখাদেখি বন্ধ টলিপাড়ার দুই নায়ক-নায়িকার। দু’জনেই ইন্ডাস্ট্রির আলোচিত মুখ। বড়পর্দায় দাপিয়ে কাজ করছেন তাঁরা।

Advertisement

একসঙ্গে অনেক ছবিতেই দেখা গিয়েছে তাঁদের। সম্প্রতি, একটি কারণ নিয়ে এমন পরিস্থিতি তৈরি হয় যে, নায়িকা গোসা করে মেসেজ করেন নায়ককে। আসলে অভিনেত্রী আশা করেছিলেন, তিনি ভুল হলেও তাঁর পাশে দাঁড়াবেন অভিনেতা। সেটা হয়নি বলেই সব রাগ গিয়ে পড়েছে নায়কের উপর। এখন আবার তিনি টলিপাড়ার ‘সেরা’ অভিনেত্রী হিসাবেই নিজেকে দাবি করেন। তাই প্রায় সব পরিচালকই নাকি রীতিমতো লাইন দিচ্ছেন তাঁর অফিসে। কারণ, অভিনেত্রী হওয়ার পাশাপাশি তিনি আবার প্রযোজকও।

শোনা যাচ্ছে, তাঁর সঙ্গে সহমত হননি বলে নায়কের সঙ্গে কথা বলাই বন্ধ করে দিয়েছেন নায়িকা। অনেক চেষ্টা করেও লাভ হয়নি। তাই অভিনেতাও বন্ধুকে ফিরে পাওয়ার হাল ছেড়ে দিয়েছেন। ইন্ডাস্ট্রির অন্দরের ফিসফাস, ইদানীং নায়িকার ব্যবহারে অনেকেই বিব্রত। তবে তাঁর সামনে এ কথা বলার সাধ্য কারও আছে বলে শোনা যায়নি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement