বিপদ থেকে বাঁচতে

দেশে চালু থাকা সব ফোনেই বিপদে পড়লে জরুরি বার্তা পাঠানোর (প্যানিক বোতাম) সুযোগ দিতে বিশেষ সফটওয়্যার বসানোর নির্দেশ দিয়েছে টেলিকম দফতর (ডট)।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১০ জুন ২০১৬ ০৩:০০
Share:

দেশে চালু থাকা সব ফোনেই বিপদে পড়লে জরুরি বার্তা পাঠানোর (প্যানিক বোতাম) সুযোগ দিতে বিশেষ সফটওয়্যার বসানোর নির্দেশ দিয়েছে টেলিকম দফতর (ডট)। যাতে একটি বোতাম টিপেই আপৎকালীন ‘১১২’ নম্বরে ফোন করা যায়। আগামী ১ জানুয়ারি থেকে বিক্রি হওয়া সব নতুন ফোনে ‘প্যানিক’ বোতাম রাখতে হবে বলে এপ্রিলেই জানিয়েছিল কেন্দ্র। এ বার চালু থাকা ফোনের জন্যও এই ব্যবস্থা আনতে বলেছে তারা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement