খেলা দেখা বন্ধে ক্ষোভ, জবাব ট্রাইয়ের

রবিবার রাজ্যের কিছু এলাকায় কেব্‌ল টিভি এবং ডিটিএইচ পরিষেবায় দূরদর্শনের চ্যানেলে (ডিডি) ভারত-অস্ট্রেলিয়া ক্রিকেট খেলার সম্প্রচার বন্ধ হওয়ায় গ্রাহক অসন্তোষের মুখে পড়েছিলেন কেব্‌ল অপারেটরেরা (এলসিও)।

Advertisement

নিজস্ব সংবাদদাতা 

শেষ আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০১৯ ০০:৫০
Share:

রবিবার রাজ্যের কিছু এলাকায় কেব্‌ল টিভি এবং ডিটিএইচ পরিষেবায় দূরদর্শনের চ্যানেলে (ডিডি) ভারত-অস্ট্রেলিয়া ক্রিকেট খেলার সম্প্রচার বন্ধ হওয়ায় গ্রাহক অসন্তোষের মুখে পড়েছিলেন কেব্‌ল অপারেটরেরা (এলসিও)। এলসিওদের অভিযোগ, কেব্‌লে চ্যানেল দেখার নতুন ব্যবস্থাই এর জন্য দায়ী বলে আঙুল তুলছেন অনেকে। কিন্তু সোমবার নিয়ন্ত্রক ট্রাই জানাল, সুপ্রিম কোর্টের নির্দেশ ও কেন্দ্রের নিয়ম অনুযায়ী, খেলা দেখানোর স্বত্ব অন্য সংস্থার হাতে থাকলে তা কেব্‌ল বা ডিটিএইচ পরিষেবায় ডিডি-স্পোর্টসে সরাসরি সম্প্রচার করা যাবে না। মাল্টি সিস্টেম অপারেটর ও অন্যান্য ডিটিএইচ সংস্থাগুলিকে তাই খেলা চলাকালীন চ্যানেলটির সম্প্রচার বন্ধ করতে হয়। ট্রাইয়ের দাবি, এর সঙ্গে নতুন নিয়মে কেব্‌ল টিভি দেখার কোনও যোগ নেই। তবে সেই খেলা ডিডির ডিটিএইচ (ফ্রিডিশ) বা ডিডি টেরেস্ট্রিয়াল (পুরনো দিনের অ্যান্টেনার দিয়ে সম্প্রচার) পরিষেবায় নিখরচায় (ফ্রি টু এয়ার) দেখাতে পারে প্রসার ভারতী।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement