Provident Fund

আর ২৮ দিন অপেক্ষা নয়, ঝটিতে প্রভিডেন্ট ফান্ডের তথ্য সংশোধনের সুযোগ! কী করতে হবে?

তথ্য গোলমালে অনেক সময়েই এমপ্লয়িজ় প্রভিডেন্ট ফান্ড থেকে টাকা পেতে দেরি হয় গ্রাহকদের। সেই সমস্যা সমাধানে দ্রুত তথ্য সংশোধনের সুযোগ দিচ্ছে ইপিএফও।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৭ মার্চ ২০২৫ ১৩:৩৭
Share:

প্রতীকী ছবি।

এমপ্লয়িজ় প্রভিডেন্ট ফান্ড বা ইপিএফের গ্রাহকদের জন্য সুখবর। এ বার আরও সহজে এই তহবিলে ব্যক্তিগত তথ্য আপলোড করতে পারবেন তাঁরা। তবে তার জন্য গ্রাহকদের ইউনির্ভাসাল অ্যাকাউন্ট নম্বর (ইউএএন) সঙ্গে আধার নম্বর সংযুক্ত করতে হবে। কী ভাবে গোটা প্রক্রিয়াটি সম্পন্ন হবে, আনন্দবাজার ডট কমের এই প্রতিবেদনে রইল তার হদিস।

Advertisement

আগে ইপিএফের গ্রাহকদের ব্যক্তিগত তথ্য বদল বা আপডেট করতে ২৮ দিন অপেক্ষা করতে হত। তহবিলটির নিয়ন্ত্রণকারী কেন্দ্রীয় সংস্থা এমপ্লয়িজ় প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজ়েশনের (ইপিএফও) নতুন নির্দেশিকা অনুযায়ী, এ বার থেকে সরাসরি ওই তথ্য পরিবর্তন করা যাবে। সেই তালিকায় রয়েছে গ্রাহকের নাম, জন্মতারিখ, নাগরিকত্ব, মা-বাবা বা অভিভাবকের নাম, বৈবাহিক অবস্থান, স্ত্রী বা স্বামীর নাম, কাজে যোগদানের তারিখ এবং সংস্থা ত্যাগের তারিখ।

ইপিএফও জানিয়েছে, যে গ্রাহকেরা ২০১৭ সালের ১ অক্টোবরারে আগে ইউএএন পেয়েছেন, তাঁদের তথ্য আপডেট করার ক্ষেত্রে, নিয়োগকারী সংস্থার অনুমোদন লাগবে। এ ছাড়া ইপিএফ তহবিলের সঙ্গে আধার এবং প্যান যুক্ত থাকতে হবে। অন্যথায় নিজের থেকে গ্রাহক এই কাজ করতে পারবেন না।

Advertisement

ইপিএফওর দাবি, এই পদ্ধতিতে প্রভিডেন্ট ফান্ডের গ্রাহকেরা নিজেদের ব্যক্তিগত তথ্য নিজেরা সংশোধন করতে পারবেন। ফলে তহবিলটি অনেক বেশি ত্রুটিমুক্ত থাকবে। এর মাধ্যমে গ্রাহকদের ৪৫ শতাংশ অনুরোধের সমাধান তাঁরা নিজেরাই করতে পারবেন বলে মনে করা হচ্ছে।

প্রসঙ্গত, ঘরে বসেই প্রভিডেন্ট ফান্ড তহবিলের তথ্য সংশোধন বা আপলোড করতে পারবেন গ্রাহক। এর জন্য প্রথমে তাঁদের ইপিএফওর ওয়েবসাইটে লগ ইন করতে হবে। সেখানে ঢুকে ইউনিফায়েড মেম্বার পোর্টালে যাবেন তিনি। সঙ্গে সঙ্গে একটি উইন্ডো খুললে সেখানে ইউএএন, পাসওয়ার্ড এবং ক্যাপচা নির্ভুল ভাবে লিখতে হবে তাঁকে।

ইপিএফওর ওয়েবসাইটে লগ ইন করলে হোম পেজ়ে ‘ম্যানেজ’ বলে একটি মেনু দেখতে পাবেন গ্রাহক। সেটি বেছে নিলে ‘মডিফাই বেসিক ডিটেলস’ নামের একটি অপশন পাবেন তিনি। এ বার তার মধ্যে ঢুকে ব্যক্তিগত তথ্য দিতে হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement