National News

পেট্রল, ডিজেলের দামে কলকাতা শীর্ষ তালিকায়

সবচেয়ে বেশি দামে পেট্রোল কিনতে হচ্ছে ভারতের যে রাজধানী ও মেট্রো শহরগুলিতে কলকাতা সেই তালিকায় রয়েছে ৫ নম্বরে। আর ডিজেল সবচেয়ে বেশি দামে কিনতে হচ্ছে যে শহরগুলিতে, সেই তালিকায় ১৪ নম্বরে রয়েছে কলকাতা।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৮ মে ২০১৮ ১৬:১৮
Share:

প্রতীকী ছবি।

পেট্রল, ডিজেলের দাম বাড়ার নিরিখে কলকাতা একেবারে প্রথম সারিতে।

Advertisement

সবচেয়ে বেশি দামে পেট্রল কিনতে হচ্ছে ভারতের যে রাজধানী ও মেট্রো শহরগুলিতে কলকাতা সেই তালিকায় রয়েছে পাঁচ নম্বরে। আর ডিজেল সবচেয়ে বেশি দামে কিনতে হচ্ছে যে শহরগুলিতে, সেই তালিকায় ১৪ নম্বরে রয়েছে কলকাতা।

এই পরিসংখ্যান ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের। সোমবার (২৮ মে) দেশের কোন শহরে পেট্রল, ডিজেলের দাম লিটার-পিছু কত, সেই তথ্য উঠে এসেছে ওই পরিসংখ্যানে।

Advertisement

তাতে দেখা গিয়েছে, এ দিন দেশের মোট ৩৫টি রাজধানী, মেট্রো ও গুরুত্বপূর্ণ শহরগুলির মধ্যে পেট্রল সবচেয়ে বেশি দামে কিনতে হচ্ছে মুম্বইয়ে। এক লিটার পেট্রলের দাম সেখানে ৮৬ টাকা ০৮ পয়সা। আর ডিজেল কিনতে সবচেয়ে বেশি খরচ হচ্ছে হায়দরাবাদে। ‘সাইবার সিটি’তে এক লিটার ডিজেলের দাম সোমবারে দাঁড়িয়েছে ৭৫ টাকা ১৮ পয়সা।

গ্রাফিক: শৌভিক দেবনাথ

মুম্বই, হায়দরাবাদ, তিরুঅনন্তপুরম ও চেন্নাইয়ের পরেই সবচেয়ে বেশি দামে পেট্রল কিনতে হচ্ছে কলকাতায়। এই শহরে লিটার-পিছু পেট্রলের দাম এ দিন ৮০ টাকা ৯১ পয়সা। চেন্নাইয়ে তা ৮১ টাকা ৮৬ পয়সা। তিরুঅনন্তপুরমে ৮২ টাকা ৪৫ পয়সা। আর হায়দরাবাদে ৮২ টাকা ৯১ পয়সা।

আর ডিজেল দেশের যে শহরগুলিতে সবচেয়ে বেশি দাম কিনতে হচ্ছে, কলকাতার নাম সেই তালিকায় রয়েছে ১৪ নম্বরে। হায়দরাবাদ, তিরুঅনন্তপুরম, রায়পুর, গাঁধীনগর, ভুবনেশ্বর, পটনা, মুম্বই, জয়পুর, চেন্নাই, রাঁচী, ভোপাল, শ্রীনগর, গুয়াহাটির পরেই। কলকাতায় লিটার-পিছু ডিজেলের দাম এ দিন পৌঁছেছে ৭১ টাকা ৭২ পয়সায়।

আরও পড়ুন- ৮০ ছাড়াল পেট্রল, টুঁ শব্দ নেই শুল্কে​

আরও পড়ুন- দাম কমান দেখি তো! তেল-খোঁচা রাহুলেরও​

তবে ডিজেলের দামে কলকাতার পিছনে রয়েছে বেঙ্গালুরু, লখনউ ও দিল্লির মতো শহরগুলি। মুম্বইয়ে ডিজেলের দাম অবশ্য কলকাতার চেয়ে বেশি। লিটার-পিছু ৭৩ টাকা ৬৪ পয়সা।

সবচেয়ে কম দামে পেট্রল ও ডিজেল কেনা যাচ্ছে আন্দামানের পোর্ট ব্লেয়ারে। সেখানে পেট্রোলের দাম পড়ছে লিটার-পিছু ৬৭ টাকা ৪২ পয়সা। আর ডিজেল লিটার-পিছু ৬৪ টাকা ৮০ পয়সা দামে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement