Distance Education Admission 2026

বাণিজ্য থেকে দর্শন, দূরশিক্ষা পদ্ধতিতে উচ্চশিক্ষার সুযোগ, ভর্তি শুরু উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে

বাংলা, ইংরেজি, রাষ্ট্রবিজ্ঞান, নেপালি, দর্শন, ইতিহাস, নেপালি, গণিত নিয়ে স্নাতকোত্তর স্তরে এবং বাণিজ্য শাখার বিষয়ে স্নাতক স্তরে ভর্তি নেওয়া হবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৪ জানুয়ারি ২০২৬ ১৩:০৬
Share:

উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।

উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের দূরশিক্ষা বিভাগে ভর্তি প্রক্রিয়া শুরু। বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর ডিসট্যান্স অ্যান্ড অনলাইন এডুকেশনের অধীনে স্নাতক এবং স্নাতকোত্তর স্তরের কোর্সে পড়ুয়াদের ভর্তি নেওয়া হবে।

Advertisement

বাংলা, ইংরেজি, রাষ্ট্রবিজ্ঞান, নেপালি, দর্শন, ইতিহাস, গণিত নিয়ে স্নাতকোত্তর স্তরে ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে। পাশাপাশি, ব্যাচেলর অফ কমার্স (বিকম) নিয়ে যাঁরা দূরশিক্ষা বিভাগে ভর্তি হতে চান, তাঁরাও আবেদনের সুযোগ পাবেন।

স্নাতক স্তরে ভর্তি হওয়ার জন্য বাণিজ্য কিংবা বিজ্ঞান শাখার বিষয়ে উচ্চ মাধ্যমিক কিংবা সমতুল পরীক্ষায় উত্তীর্ণেরা আবেদনের সুযোগ পাবেন। এ ছাড়া স্নাতকোত্তর স্তরে গণিত, বাংলা, ইংরেজি, রাষ্ট্রবিজ্ঞান, নেপালি, দর্শন, ইতিহাস বিষয়ে স্নাতকেরা ভর্তি হতে পারবেন।

Advertisement

বিশ্ববিদ্যালয়ের তরফে জানানো হয়েছে, আবেদনপত্র যাচাই করে পড়ুয়াদের মেধার ভিত্তিতে ভর্তি নেওয়া হবে। কর্মরত পড়ুয়া কিংবা অন্য কোনও রেগুলার কোর্সের শিক্ষার্থীদের সুবিধার্থে অনলাইনে সাবজেক্ট মেটিরিয়াল দেওয়া হবে। এ ছাড়াও ভর্তি হওয়ার সময় পড়ুয়ারা সেলফ লার্নিং মেটিরিয়াল পাবেন। বাংলা, হিন্দি এবং নেপালি ভাষায় পাঠদান করবেন শিক্ষক এবং অধ্যাপকেরা।

প্রতিটি কোর্সের জন্য সেমেস্টার পিছু ফি হিসাবে পাঁচ থেকে ছ’হাজার টাকা ধার্য করা হয়েছে। ভর্তির জন্য আবেদনের পোর্টাল ১৪ জানুয়ারি থেকে ৩১ মার্চ পর্যন্ত চালু রাখা হবে। অনলাইনে আবেদনের জন্য ১০০ টাকা ফি হিসাবে ধার্য করা হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement