টানা ১৬ মাস ধরে কমছে রফতানি। মার্চেও তা সরাসরি ৫.৪৭% কমে হয়েছে ২,২৭১ কোটি ডলার। বিশ্ব বাজারে চাহিদা তলানিতে ঠেকায় মূলত পেট্রোলিয়াম ও ইঞ্জিনিয়ারিং পণ্য রফতানি কমাই এর কারণ। আমদানিও ২১.৫৬% কমে হয়েছে ২,৭৭৮ কোটি ডলার। ফলে বৈদেশিক বাণিজ্যে ঘাটতি ৫০৭ কোটি ডলার কমে হয়েছে ১১৩৯ কোটি ডলার।