ব্যাঙ্ক চাঙ্গায় দাওয়াই গয়ালের

শুক্রবার পশ্চিম ও দক্ষিণ ভারতের রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলির প্রধানদের সঙ্গে বৈঠকের পরে গয়াল বলেন, পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের নন-এগ্‌জ়িকিউটিভ চেয়ারম্যান সুনীল মেটার নেতৃত্বে তৈরি হয়েছে একটি কমিটি।

Advertisement

সংবাদ সংস্থা

মুম্বই শেষ আপডেট: ০৯ জুন ২০১৮ ০৩:১৫
Share:

পীযূষ গয়াল

সম্পত্তি পুনর্গঠন সংস্থা (এআরসি) বা সম্পত্তি পরিচালনা সংস্থা (এএমসি) তৈরির পরিকল্পনা হয়েছিল আগেই। রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলিকে অনুৎপাদক সম্পদ থেকে দ্রুত রেহাই দেওয়া হবে যেগুলির লক্ষ্য। অর্থ মন্ত্রকের দায়িত্ব নেওয়ার পরে তাঁর প্রথম সাংবাদিক সম্মেলনে সেই পরিকল্পনাকেই দ্রুত এগিয়ে নিয়ে যাওয়ার কথা জানালেন পীযূষ গয়াল।

Advertisement

শুক্রবার পশ্চিম ও দক্ষিণ ভারতের রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলির প্রধানদের সঙ্গে বৈঠকের পরে গয়াল বলেন, পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের নন-এগ্‌জ়িকিউটিভ চেয়ারম্যান সুনীল মেটার নেতৃত্বে তৈরি হয়েছে একটি কমিটি।

দ্রুত অনুৎপাদক সম্পদের সমস্যা মেটাতে তারা এআরসি বা এএমসি তৈরি নিয়ে সুপারিশ জমা দেবে দু’সপ্তাহেই। বাতলাবে এআরসি বা এএমসি গঠন ব্যাঙ্কিং শিল্পের পক্ষে ভাল ব্যবস্থা কিনা এবং সেগুলি তৈরির পদ্ধতি।

Advertisement

আশ্বাস

• অনুৎপাদক সম্পদ সামলাতে ব্যবস্থা শীঘ্রই। তৈরি হবে কমিটি।

• সম্পত্তি পুনর্গঠন সংস্থা (এআরসি) বা সম্পত্তি পরিচালনা সংস্থা (এএমসি) গড়া নিয়ে কমিটি সুপারিশ জমা দেবে দু’সপ্তাহে।

• ৩০ দিনের মধ্যে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে সব এগ্‌জ়িকিউটিভ পদ পূরণ।

• ১১টি বড় মাপের অনুৎপাদক সম্পদ নিয়ে শীঘ্রই আলোচনায় বসবে বিদ্যুৎ ও অর্থ মন্ত্রক।

গত অর্থবর্ষের শেষ ত্রৈমাসিকে অনুৎপাদক সম্পদ খাতে সংস্থানের জেরে লোকসান বেড়েছে বহু ব্যাঙ্কের। এই পরিস্থিতিতে আইএমএফ-ও এ দিন ভারতকে সতর্ক করে বলেছে, লগ্নি বাড়াতে ও সকলকে উন্নয়নে সামিল করতে এ দেশে ব্যাঙ্কিং শিল্পের সমস্যা মেটানো ছাড়া উপায় নেই।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন